নয়াদিল্লি: ২১ বছর ফের ভারতে ফিরল 'মিস ইউনিভার্স'-এর খেতাব। সেরার শিরোপা উঠল চণ্ডীগড়ের ২১ বছরের তরুণী হরনাজ কৌর সান্ধুর (Miss Universe 2021 Harnaaz Kaur Sandhu) মাথায়। গতবছরের বিজয়ী মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজার হাত থেকে মুকুট পরতে গিয়ে তখন হরনাজের দুই চোখ বেয়ে ঝরছে আনন্দ অশ্রু। 


হরনাজের সাফল্যে গর্বিত গোটা দেশ। ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ২০০০ সালের 'মিস ইউনিভার্স' লারা দত্ত (Lara Dutta)। প্রসঙ্গত, লারা দত্তের পর এই প্রথম ভারতীয় কন্যা এই সম্মান পেলেন।


এরপর একে একে একাধিক তারকা থেকে সাধারণ মানুষ শুভেচ্ছা জানান হরনাজকে। অভিনেত্রী ও ২০০০ সালের 'মিস ওয়ার্ল্ড' প্রিয়ঙ্কা চোপড়াও (Priyanka Chopra) অভিনন্দন জানিয়ে পোস্ট করেন অভিনেত্রী। তিনি লেখেন, 'অভিনন্দন হরনাজ সান্ধু। ২১ বছর পরে ঘরে মুকুট ফেরানোর জন্য অনেক শুভেচ্ছা।'




 






পঞ্জাবের চলচ্চিত্র অভিনেত্রী ও চণ্ডীগড় পোস্ট গ্র্যাজুয়েট গভর্নমেন্ট কলেজ, সেক্টর ১১-এর প্রাক্তনী হলেন ২০২১ সালের 'মিস ইউনিভার্স' হরনাজ কৌর সান্ধু। আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত প্রশ্নের উত্তরে ২১ বছর বয়সী তরুণীর উত্তরই তাঁকে সেরার শিরোপা এনে দেয়। কী বলেন তিনি উত্তরে? 'এখন কম কথা বলে কাজ বেশি করার প্রয়োজন। প্রতিরোধ এবং রক্ষা করা সর্বদা মেরামত এবং অনুতাপ চেয়ে ভাল।'  


আরও পড়ুন: Miss Universe 2021 Winner: 'আমাদের দলে স্বাগত,' হরনাজকে শুভেচ্ছা প্রাক্তন 'মিস ইউনিভার্স' লারা দত্তের


প্রতিযোগিতায় হরনাজের সর্বশেষ বক্তব্য ছিল কীভাবে এখনকার তরুণ প্রজন্মের ওপর সমাজের প্রবল চাপ দেওয়া হয়। তিনি বলেন, 'আজকের তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা হল নিজেদের ওপর বিশ্বাস করা। প্রত্যেকেই আমরা স্বতন্ত্র এবং সেটাই আমাদের সুন্দর করে তোলে। নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করো এবং বিশ্বে আরও যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে সেই সম্পর্কে কথা বলো।'