মুম্বই: স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে ভারতের প্রথম ‘স্পেস ফিল্ম’ (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নিয়ে নির্মিত ছবি) ‘মিশন মঙ্গল’। ছবির প্রযোজনায় রয়েছে কেপ অব গুড ফিল্মস, হোপ প্রোডাকশন ও ফক্স স্টার স্টুডিয়ো। ছবির পরিচালনায় রয়েছেন জগন শক্তি। কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সুপারস্টার অক্ষয় কুমারকে। একই সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করবেন বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, কীর্তি কুলহারি, নিথিয়া মেননের মতো কুশীলবরা। এনারা প্রত্যেকেই অভিনয় করবেন একজন স্পেস বিজ্ঞানীর ভূমিকায়।





ইসরোর মঙ্গলযাত্রা নিয়েই এই ছবি। তুলে ধরা হবে ১৭ জন ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীদের স্বপ্নপূরণের লড়াই। পারিবারিক ও পেশাদার জীবনে ভারসাম্য রেখে এমন এক বৈপ্লবিক কর্মকাণ্ড কীভাবে সম্ভব হল, সেটাই চিত্রনাট্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তার অক্ষয় কুমার বলছেন, “এতজন মহিলা বিজ্ঞানীর সত্যিকারের কাহিনি শুনতে শুনতে বিস্মিত হয়েছি যে, কী করে কাজের দুনিয়ায় এমন অসাধারণ ভূমিকার পাশাপাশি সংসারও নিপুণ হাতে সামলাতেন তাঁরা। এই ছবির মাধ্যমে বলতে চাই, ওঁরা মহান। ছবিটা পঞ্চকন্যার, যাঁদের ফুটিয়ে তুলেছেন বিদ্যা বালন, সোনাক্ষী সিনহা, তাপসি পান্নু, কীর্তি কুলহারি, নিথিয়া মেনন। এটা ওঁদেরই ছবি।”