নাপোলি(ইতালি): ইতিহাস গড়লেন জাতীয় রেকর্ডের অধিকারী দ্যূতি চাঁদ। প্রথম ভারতীয় মহিলা ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে ইতালির নাপোলিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভারসিয়াদ প্রতিযোগিতার ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন তিনি। এদিন ১১.৩২ সেকেন্ডে ১০০ মিটার দৌড় সম্পন্ন করেন ২৩ বছরের দ্যূতি।






এদিন চতুর্থ লেনে দৌড় শুরু করেন দ্যূতি। প্রথম থেকেই অন্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দেন।  ১১.৩৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে দৌড় শেষ করেন সুইৎজারল্যান্ডের দেল পোন্ত। এদিন সোনা জিতলেও, নিজের সেরা সময়ের থেকে বেশি সময় নেন দ্যূতি।
প্রসঙ্গত, ১১.২৪ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন ওড়িশার এই প্রতিভাবান অ্যাথলিট। ফলত, হিমা দাসের পর দ্যূতিই হলেন দ্বিতীয় ভারতীয় স্প্রিন্টার যিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনও বিশ্ব-পর্যায়ের প্রতিযোগিতা থেকে সোনা জিতলেন। এর আগে, গত বছর, বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে সোনা জিতেছিলেন হিমা।






২০১৮ এশিয়ান গেমসে ১০০ ও ২০০ মিটারে রুপো জিতেছিলেন দ্যূতি। পাশাপাশি, দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে ওয়ার্ল্ড ইউনিভারসিয়াদে সোনা জিতলেন তিনি। এর আগে, ২০১৫ সালে এই প্রতিযোগিতায় শটপাটে সোনা জিতেছিলেন ইন্দরজিৎ সিংহ।
সম্প্রতি, এক মহিলার সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কের কেন্দ্রে চলে এসেছিলেন দ্যূতি। এদিন সোনা জেতার পর টুইটে তিনি লেখেন, আমাকে যত টেনে নামাবে, আমি তত দৃঢ় হব। তিনি যোগ করেন, কঠোর পরিশ্রম ও আপনাদের আশীর্বাদে আমি এখানে রেকর্ড গড়লাম।






দ্যূতিকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দ্যূতি আপনার সোনা জয়ের মুহূর্ত দেশকে গর্বিত করেছে। এধরনের পারফরম্যান্স মাধ্যমে অলিম্পিক্সে দেশকে গর্বিত করুন। উত্তরে দ্যূতি ধন্যবাদ জানিয়ে লিখেছেন, তিনি আপ্রাণ চেষ্টা চালাবেন।