অক্ষয় কুমার সিনেমায় বিজ্ঞানী রাকেশ ধবনের চরিত্রে অভিনয় করেছেন, যিনি মহাকাশযানের উত্ক্ষেপনের দায়িত্বে ছিলেন। জগন শক্তি পরিচালিত এই সিনেমার সহ-প্রযোজক ‘প্যাডম্যান’-এর ডিরেক্টর আর বল্কি। আগামী ১৫ আগস্ট এই সিনেমা মুক্তি পাবে।
গত সপ্তাহেই অক্ষয় কুমার সিনেমার প্রথম পোস্টার শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন, ভারতের মঙ্গল অভিযানের অবিশ্বাস্য প্রকৃত কাহিনী তাঁর মেয়ে এবং তার বয়সের অন্যান্য শিশুদের কাছে তুলে ধরতে এই সিনেমা করেছেন।
এই সিনেমার কাহিনী বিনোদনমূলক ও একইসঙ্গে শিশুদের কাছে অনুপ্রেরণমূলক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।