তোর্ষা ভট্টাচার্য্য়, কলকাতা: ধারাবাহিকের পর্দায় তাঁদের জুটিকে দর্শক ভালবেসেছেন। শুধু ভালবেসেছেন বললে বোধহয় কম বলা হয়, অভিনয়ের গুণে যেন দর্শকের বাড়ির ছেলে-মেয়ে হয়ে উঠেছিলেন তাঁরা। মনখারাপে বিব্রত হয়েছেন অনুরাগীরা, আবার তাদের খুশির ছোঁয়া ভাসিয়ে নিয়ে গিয়েছে দর্শকদেরও। মিঠাই আর সিদ্ধার্থ ওরফে সিড।গতকাল, বুধবার শেষ হয়েছে এই ধারাবাহিকের শ্যুটিং। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন টিভির পর্দায় দেখা যাবে তাঁদের। তবে নিয়মিত সেটে আর দেখা হবে না সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) আর আদৃত রায় (Adrit Roy)-এর। ধারাবাহিক চলাকালীন, একাধিকবার শিরোনামে উঠে এসেছিল সৌমিতৃষা ও আদৃতের সম্পর্কের গুঞ্জন, কখনও আবার শোনা গিয়েছিল বিচ্ছেদের খবরও। তবে ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে ঠিক কেমন সম্পর্ক ছিল? ভবিষ্যতে দর্শক কি আবার ফিরে পাবেন তাঁদের প্রিয় সৌমিতৃষা-আদৃতের জুটিকে? এবিপি লাইভকে (ABP Live)-কে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলা উত্তর দিলেন 'মিঠাই' ওরফে সৌমিতৃষা। 


আদৃতের সঙ্গে সম্পর্কে, সেই সম্পর্কে নাকি ভাঙন... পর্দার সিড-মিঠাইকে নিয়ে বাস্তবেও কম জল্পনা হয়নি। ফের আদৃতের সঙ্গে কাজ করতে প্রস্তুত? সৌমিতৃষা বলছেন, 'আমার আর আদৃতের প্রেমও হয়নি, ব্রেক-আপও হয়নি। ফলে একসঙ্গে কাজ করতে তো কোনও সমস্যা নেই। তবে হ্যাঁ, সিড আর মিঠাইয়ের জুটি দর্শকদের ভালবাসা পেয়েছে এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। আর ভালবাসা দায়িত্ব বাড়ায়। এরপরে, যে কোনও প্ল্যাটফর্মে যদি আদৃতের সঙ্গে কাজের অফার আসে, যদি চিত্রনাট্য পড়ে আমাদের মনে হয় দুর্দান্ত, তবেই একসঙ্গে আবার কাজ করব। দর্শক যেন অনেকদিন পরে আমাদের একসঙ্গে দেখে বলেন, হ্যাঁ এটার জন্যই তো অপেক্ষা করছিলাম। এইরকম কোনও চিত্রনাট্য মনে ধরলে অবশ্যই করব। আপাতত আমায় দর্শকেরা অন্য চরিত্রে, অন্য জুটিতে দেখবেন। আমি আর আদৃত সবসময়েই একে অপরের জন্য আছি। আমরা জানি আমরা বেস্ট জুটি। আমাদের কাছে ফের অফার আসবেই। তবে আমরা দুজনেই জীবনে কাজ নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করতে চাই। আমাদের যখন আবার মনে হবে একটা ভাল প্রোজেক্ট পেয়েছি, তখন অবশ্যই কাজ করব সেটা যে কোনও প্ল্যাটফর্মেই হোক। আমরা জানি আমি আর আদৃত একসঙ্গে দাঁড়ালেই আবার কামাল হবে.. তাহলে কেন কাজ করব না একসঙ্গে?'


এবার দেবের সঙ্গে সৌমিতৃষাকে জুটি হিসেবে দেখবেন দর্শক। কতটা উচ্ছ্বসিত মিঠাই? অভিনেত্রী বলছেন..'ভীষণ। ছোটবেলা থেকে যে জায়গায় কোয়েলদি, শ্রাবন্তীদি, শুভশ্রীদিকে দেখে এসেছি, সেই জায়গায় নিজে অভিনয় করব এটা আমার কাছে বিশাল পাওয়া। নতুন ইনিংস নিয়ে ভীষণ আশাবাদী আমি।'