প্যারিস: একই বছরে জোড়া খেতাব। দ্য বেস্ট ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব জেতার পর এবার রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি’অর জিতে প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে দিলেন লিওনেল মেসি। তিনি ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ সালের পর ফের ব্যালন ডি’অর জিতলেন।



রোনাল্ডো পাঁচবার এই খেতাব জিতেছেন। এবার তিনি বিশ্বসেরা ফুটবলারদের তালিকায় তিন নম্বরে। দ্বিতীয় স্থানে হল্যান্ড ও লিভারপুলের তারকা ভার্জিল ভ্যান জিক। মেসির ষষ্ঠ ব্যালন ডি’অর জেতার অনুষ্ঠানে ছিলেন না রোনাল্ডো।



সারা বিশ্বের ১৮২ জন সাংবাদিকের ভোটে এবারের ব্যালন ডি’অর খেতাব দেওয়া হয়েছে মেসিকে। পুরস্কার পাওয়ার পর তাঁদের ধন্যবাদ জানিয়েছেন বার্সেলোনা ও আর্জেন্তিনার তারকা।