কলকাতা: অনেক বছর হল একসঙ্গে কাজ করছেন তাঁরা। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) কার্যত চোখের সামনে বড় হয়ে উঠেছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করা মাস্টার বিট্টু এখন নায়ক, প্রযোজকও। এবার সেই সোহমের প্রযোজনাতেই কাজ করছেন মিঠুন চক্রবর্তী। ছবির নাম 'শাস্ত্রী'। 


বর্তমানে খুবই বেছে কাজ করেন মিঠুন চক্রবর্তী। কেন তিনি 'শাস্ত্রী'-র মতো ছবিকে পছন্দ করেছিলেন? মিঠুন বলছেন, 'বিট্টুর জন্য স্নেহটা অন্য জায়গায়। এখন আর কারও জন্য স্ক্রিপ্ট পছন্দ করার মতো পরিস্থিতি নেই। এখন চিত্রনাট্য পছন্দ করার আগে ভাবতে হয় দর্শকদের মনে তা দাগ কাটবে কি না। শাস্ত্রী এমন একটা চরিত্র যেখানে আমার নতুন কিছু করার জায়গা ছিল। সেই কারণেই এই চিত্রনাট্যটা বাছা। সেই সঙ্গে মনে হয়েছিল, একটা বার্তা দেওয়া যাবে। সেটা নিয়েই শাস্ত্রী।' এই ছবিতে মিঠুনের লুক নিয়েও চর্চা রয়েছে। অভিনেতা বলছেন, 'এই ছবির একটা দুর্দান্ত বার্তা রয়েছে.. একেবারে শূন্য থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাওয়া এবং ফের শূন্যে ফিরে আসা.. সেটাই এই ছবির গল্প। আসলে ম্যাজিক দেখতে চায় গরীবেরা। গরীবদের ওপরেই ম্যাজিকটা খাটে। সেই ম্যাজিক করতে গিয়েই কেউ কেউ সুবিধা নেয়। কারও জীবনে সত্যিই সেই ম্যাজিক হয়। সেটা দেখে কোটি কোটি মানুষের মনে বিশ্বাস জাগে যে ম্যাজিকটা হতে পারে, কিন্তু হয় না। এখন আমাদের সিদ্ধান্ত নেওয়া সময় এসেছে কোনটাকে আমরা বাছব।'


মিঠুন চক্রবর্তীকে এই ছবির জন্য রাজি করাতে কি বেগ পেতে হয়েছিল সোহমকে? অভিনেতা বলছেন, 'মিঠুন আঙ্কলকে ছেড়ে যখন মিঠুন চক্রবর্তীকে কোনও কাজের জন্য বলছি, তখন সেই স্ক্রিপ্টের দম থাকতে হবে। কোথাও সেই বিশ্বাস ছিল এমন একটা চরিত্র শুনলে আঙ্কেল না বলবেন না। ওঁর পরামর্শেই ২০ থেকে ২৫ বার চিত্রনাট্য বদলেছে। ২০২৩ থেকে এই ছবিটা নিয়ে পড়ে আছি।'


অভিনেতা বিট্টু নাকি প্রযোজক সোহম.. কাকে এগিয়ে রাখেন মিঠুন? অভিনেতা বলছেন, 'বিট্টুকে অনেক ছোটবেলা থেকে দেখছি। আমার সঙ্গে অনেক কাজ করেছে। ভাল লাগে, সেই ছোট্ট ছেলেটা হিরো হল.. নিজের নাম তৈরি করল। সেটা আমার ভাল লাগার জায়গা। আর ছবিতে কাজ শুরু করার পরে মনে হল ওর মধ্যে প্রযোজক হওয়ার যোগ্যতা রয়েছে। পয়সা থাকলেই প্রযোজক হওয়া যায় না।' সোহম বলছেন, 'আমার চরিত্রটা বলে, ম্যাজিক এভাবে দেখানো যায় না। এর পিছনে কিছু বিজ্ঞান রয়েছে। সেখানেই শুরু হয় দ্বন্ধটা। এতদিন বাদে আমরা মিঠুন আঙ্কল আর দেবশ্রী আন্টিকে পাব, সেটাই এই ছবির ইউএসপি।'


আরও পড়ুন:Jisshu-Nilanjana: 'সুন্দর এবং দায়িত্বশীল', অস্থির সম্পর্কের মধ্যেই নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বার্তা নীলাঞ্জনার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।