মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদালসা শর্মার এই ডান্সের ভিডিও তাঁর অনুরাগীদের নজর কেড়েছে। তাঁরা বেশ উপভোগ করেছেন ভিডিওটি। এই ভিডিওতে অভিনেত্রীকে কালো পোশাকে বেশ সুন্দর দেখিয়েছে। আর তাঁকে ও না না সং গানের তালে দক্ষতার সঙ্গে ডান্স করতে দেখা গিয়েছে। মাদালসা শর্মার সঙ্গে মিঠুনের ছেলে মিমো চক্রবর্তীর বিয়ে হয়েছে। মাদালসা খুবই জনপ্রিয় অভিনেত্রী। তিনি তেলগু সিনেমার অত্যন্ত জনপ্রিয় তারকা।
মাদালসা শর্মা বর্তমানে জনপ্রিয় টেলিভিশন শো অনুপমা-তে কাব্য ঝাভেরির ভূমিকায় অভিনয় করছেন। উল্লেখ্য, মাদালসা প্রখ্যাত অভিনেত্রী শীলা শর্মা ও নির্মাতা-পরিচালক সুভাষ শর্মার মেয়ে। শীলা ৯০-এর দশলে টেলিভিশন সিরিয়াল মহাভারত-এ দেবকীর ভূমিকায় অভিনয় করেছিলেন। মাদালসা শর্মা ও মিমো চক্রবর্তীর বিয়ে হয়েছিল ২০১৮-র জুলাইতে। মাদালসা ২০০৯-এ তেলগু সিনেমা ফিটিং-এর মাধ্যমে রূপোলি পর্দায় অভিষেক করেছিলেন। এছাড়াও শৌর্য সিনেমাতেও কাজ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয়।
মিঠুন চক্রবর্তীকে বলিউডের অন্যতম সেরা ডান্সার বলা হয়ে থাকে। কেরিয়ারের সেরা সময়ে তাঁর ডান্স অনুরাগীদের মুগ্ধ করেছে। তাঁর নাচের স্টেপ নিমেষেই নজর কেড়ে নিত দর্শকদের। তাঁর পুত্রবধূও খুব ভালো নৃত্যশিল্পী।
মালালসা মাঝেমধ্যেই তাঁর ডান্সের ভিডিও শেয়ার করে থাকেন। এর আগে অভিনেতা সইফ আলি খান ও করিনা কপূরের সিনেমা কুরবান-এর একটি গানে মাদালসার দুরন্ত ডান্স স্টেপের ভিডিও তাঁর অনুরাগীদের নজর কেড়ে নিয়েছিল।