কলকাতা: আজ জন্মদিন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-র! রুপোলি পর্দার কিংবদন্তি তিনি। পাশাপাশি এখন রাজনীতির মঞ্চেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। এখনও চুটিয়ে সিনেমা করছেন অভিনেতা। আজ তাঁর জন্মদিন। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করছেন অভিনেতা অভিনেত্রীরা। তবে যাঁর উদ্দেশে এই সমস্ত ছবি পোস্ট করা, সোশ্যাল মিডিয়াতেই তিনি নেই। নিজে মোবাইল ফোন ব্যবহার করেন না মিঠুন। আর কী কী অদ্ভুত অভ্যাস রয়েছে তাঁর? জেনে নেওয়া যাক এই জন্মদিনে?
ব্যবহার করেন না ফোন
মিঠুন চক্রবর্তী কোনও মোবাইল ফোন ব্যবহার করেন না। অবাক করা হলেও এই কথাটা সত্যি। মিঠুন মনে করেন, যাঁর তাঁকে দরকার, সে তাঁকে এমনিই খুঁজে নেবেন। তাঁর সহকারীর কাছে মোবাইল ফোন থাকে অবশ্য। তবে মিঠুন ব্যক্তিগতভাবে কোনও মোবাইল ফোন ব্যবহার করেন না। সোশ্যাল মিডিয়াতেও তিনি নেই।
কেক কাটেন না মিঠুন
নিজের জন্মদিন হোক বা কোনও ছবির সাফল্য, নিজের হাতে নাকি কখনও কেক কাটেন না মিঠুন চক্রবর্তী। এই বিষয়ে তাঁর কিছু কুসংস্কার রয়েছে। এই কথা এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) -কে প্রথম জানিয়েছিলেন তাঁর প্রথম ছবির নায়িকা মমতা শঙ্কর। তিনি জানিয়েছিলেন, মিঠুন কোনও ছবির সাফল্যে কেক কাটা হলে সেখান থেকে সরে যান। নিজের জন্মদিনে কেক কাটার তো কোনও প্রশ্নই নেই। কেক কাটা হয়ে গেলে তিনি ফিরে আসেন। এসে কেক মুখে দেন। কিন্তু নিজের হাতে কেক কাটেন না তাঁর।
জন্মদিনে পছন্দ করেন না উদযাপন
মিঠুন চক্রবর্তী তাঁর জন্মদিনে কোনও উদযাপন পছন্দ করেন না। জন্মদিনটা সাধারণ দিনের মতোই কাটাতে পছন্দ করেন মিঠুন। তাঁর জন্মদিনে বাড়িতে সেভাবে উদযাপন করা হয় না। তবে কোনও শ্যুটিং সেটে মিঠুন থাকলে, বা কোনও রিয়্যালিটি শো-এর মঞ্চ হলে সেখানে মিঠুনের জন্মদিন উদযাপন হয়।
শ্যুটিং সেটে পৌঁছন সময়ের আগে
একবার এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী নিজে বলেছিলেন, তিনি সবসময় সময়ের আগে শ্যুটিং ফ্লোরে পৌঁছে যান। এটাই তাঁর বহুদিনের অভ্যাস। শ্যুটিং ফ্লোরে বসেই মেক আপ করে নেন তিনি। এরপরে চলে যান সেটে। বারে বারে সংলাপ পড়েন। চরিত্রের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করেন। কখনও সেটে দেরি করে পৌঁছন না মিঠুন। এটা তাঁর দীর্ঘদিনের অভ্যাস।