আগামী মাসেই বিয়ে মিমোর, খুবই গ্ল্যামারাস মিঠুনের ভাবী পুত্রবধূ
মাদলসার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তাঁর বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন ছবি রয়েছে।(ছবি-ইন্সটাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিমো ও মাদলসার বিয়েতে বলিউডের বেশ কয়েকজন বড় তারকা উপস্থিত থাকতে পারেন বলে খবর। (ছবি-ইন্সটাগ্রাম)
এছাড়াও কন্নড় সিনেমাতেও কাজ করেছেন মাদলসা। (ছবি-ইন্সটাগ্রাম)
মাদলসা ২০০৯-এ তেলগু সিনেমা ফিটিং-এর মাধ্যমে সিনে কেরিয়ার শুরু করেছিলেন। (ছবি-ইন্সটাগ্রাম)
মাদলাসার মা ১৯৮৮-তে বিআর চোপড়ার মহাভারত-এ দেবকীর চরিত্রে অভিনয় করেছিলেন। (ছবি-ইন্সটাগ্রাম)
মাদলসা পরিচালক ও প্রযোজক সুভাষ শর্মার মেয়ে। (ছবি-ইন্সটাগ্রাম)
মিঠুনের ভাবী পুত্রবধূ খুবই গ্ল্যামারাস। তাঁর ছবি দেখেই বোঝা যায় যে, তিনি গ্ল্যামার জগতে যথেষ্ট সক্রিয়। (ছবি-ইন্সটাগ্রাম)
ওই অনুষ্ঠান হয়েছিল মুম্বইয়ের মধ আইল্যান্ডে। (ছবি-ইন্সটাগ্রাম)
মিমো ও মাদলসার বাগদান গত মার্চে হয়েছিল। জানা গেছে, এই বাগদান অনুষ্ঠানে পরিবারের খুবই ঘনিষ্ঠ কয়েকজন হাজির ছিলেন। (ছবি-ইন্সটাগ্রাম)
বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো অর্থাত্ মহাক্ষয় চক্রবর্তী আগামী মাসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মাদলসা শর্মার সঙ্গে বিয়ে হচ্ছে মিমোর। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী ৭ জুলাই উটির হোটেল দ্য মোনার্কে মিমো ও মাদলসা একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। (ছবি-ইন্সটাগ্রাম)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -