Lock Upp Contestant: কঙ্গনার 'লক আপ'-এ বন্দি হতে আসছেন তৃতীয় প্রতিযোগী পুনম পাণ্ডে

এবার তৃতীয় প্রতিযোগীর নাম ঘোষণা। টেলি অভিনেত্রী নিশা রাওয়াল, স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির পর 'লক আপ'-এ বন্দি হতে আসছেন মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে।

Continues below advertisement

মুম্বই: এবার তৃতীয় প্রতিযোগীর নাম ঘোষণা। টেলি অভিনেত্রী নিশা রাওয়াল, স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির পর 'লক আপ'-এ ('Lock Upp') বন্দি হতে আসছেন মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে ( Poonam Pandey)। এই অভিনেত্রীকে প্রতিযোগী হিসেবে পেলে কার্যতই গ্ল্যামার বাড়বে শো-এর।

Continues below advertisement

'লক আপ'-এর প্রতিযোগী হওয়া নিয়ে পুনম বলছেন, 'আমার ভালো লাগছে দর্শকদের এটা জানাতে যে আমি বিতর্কিত শো লক আপ -এ অংশ নিতে চলেছি। আমি জানি না ওই শো-তে কী কী হবে। তবে এটুকু জানি, আমি আসলে মানুষটা যেমন, তেমনটাই তুলে ধরতে হবে সবার সামনে। কেবল এইটুকু বুঝতে পারছি, আমায় আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়ার জন্যও পরীক্ষা দিতে হবে। জানি না কীভাবে এই সমস্ত কাজ করব। তবে একই সঙ্গে আমি উচ্ছ্বসিত আবার ভীতও।' ২০১৩ সালে নিজের বলিউড ডেবিউ করেন পুনম।

আরও পড়ুন: Top Enertainment News Today: অ্যাকশন থ্রিলারে জন, 'গঙ্গুবাঈ'-কে নাম পরিবর্তনের নির্দেশ, বিনোদনের সারাদিন

অন্যদিকে স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি এই অনুষ্ঠানের ব্যাপারে বলেন, 'লক আপ একটি অনন্য অনুষ্ঠান হতে চলেছে। আমার মনে হয় ওটিটিতে যে ধরনের অনুষ্ঠান দেখে সকলে অভ্যস্ত সেই ধারা বদলে দিতে পারে এই শো।' এছাড়া তিনি আরও বলেন, 'যদিও আমার জন্য এটি বেশ কঠিন ও চ্যালেঞ্জিং হতে চলেছে, তাও আমি আনন্দিত যে এখানে আমি নিজের সত্ত্বা দেখাতে পারব।'

অন্যদিকে, হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ নিশা রাওয়াল। 'ম্যায় লক্ষ্মী তেরে আঙ্গন কী', 'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়' ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। 'লক আপ'-এ 'বন্দি' হতে পেরে বেশ উত্তেজিত অভিনেত্রী। নিশা রাওয়ালের কথায়, 'আমি এই নতুন এবং চ্যালেঞ্জিং যাত্রায় বেশ উত্তেজিত। আগে কখনও দেখা বা শোনা যায়নি এমন একটি শো ভারতীয় ওটিটি জগতে নতুন মানদণ্ড স্থাপন করবে।'

২৭ ফেব্রুয়ারি থেকে এম এক্স প্লেয়ার ও অল্ট বালাজি ( ALTBalaji and MX Player) অ্যাপে দেখতে পাওয়া যাবে একতা কপূর প্রযোজিত ও কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সঞ্চালিত 'লক আপ'।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola