ভাস্কো: পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে দল। কাল ওড়িশা এফসির বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচে নামার আগে এটিকে মোহন বাগান কোচের চিন্তায় বিদেশি ফুটবলারদের ক্রমাগত চোট আঘাত। বৃহস্পতিবারের ম্যাচে রয় কৃষ্ণকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। এরই মধ্যে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন সবুজ মেরুন দলের কোচ হুয়ান ফেরান্দো, দেখে নেওয়া যাক একবার।
আপনার দলের বিদেশিদের অবস্থা কী? ওঁরা কি কাল মাঠে নামার মতো ফিট?
ওরা সবাই একশো শতাংশ প্রস্তুত নয়। চোট থেকে সেরে ওঠার একটা প্রক্রিয়া থাকে। ধাপে ধাপে ক্রমশ ভাল মতোই সুস্থ হয়ে উঠছে। ওরা এখন দলকে সাহায্য করতে পারে। কয়েকজন একশো শতাংশ ফিট নয়। তবে আমি খুশি। কারণ, এখনই মরশুমের সেরা সময়। আর এই সময়ে ওরা ভাল আছে।
গত ম্যাচে রয় কৃষ্ণাকে ১৫ মিনিটের জন্য মাঠে দেখা গিয়েছে। উনি কি কাল পুরো ৯০ মিনিট খেলতে পারবেন?
দেখা যাক। ওর চোটটা আসলে খুব গুরুতর ছিল। ওকে এখন প্রথমে ২০ মিনিট, তার পরে ধাপে ধাপে ৪৫, ৬০ মিনিট খেলানোর পরে ৯০ মিনিট খেলার জায়গায় আনতে হবে। এটাই খেলোয়াড়দের সুস্থ করে তোলার প্রক্রিয়া। দেখা যাক মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যে, পরিকল্পনায় অনেক পরিবর্তন আনতে হয়। তবে আমার কাছে রয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনই উইলিয়ামস, কার্লও। আশা করি ক্রমশ ওদের পারফরম্যান্স ভাল হবে।
লিস্টন কোলাসোকে গত ম্যাচে সেরা ফর্মে দেখা যায়নি ওঁর শারীরিক অসুস্থতার কারণে?
না শারীরিক সমস্যা নয়। আসলে যখন তিন সপ্তাহে ৬-৭টা ম্যাচ খেলতে হয়, তখন ক্লান্তি আসেই। সব ক্লাবেরই একই সমস্যা। লিস্টন একশো শতাংশ দিতে তৈরি নয়। সুসাইরাজকে খেলানোর চেষ্টা চলছে। কিন্তু ওকেও বিভিন্ন চোট সারানোর প্রক্রিয়া পেরিয়ে আসতে হয়েছে। এই পজিশনে লিস্টন ও সুসাইকেই খেলানো যেতে পারে। সুসাইয়ের অবস্থা ক্রমশ উন্নতি হচ্ছে। লিস্টন ক্লান্ত হলে ওকে সুযোগ দেওয়া যেতে পারে। অনুশীলনে যদি দেখি সুসাই ভাল খেলছে, তা হলে ওকে নামাতে পারি। কেউ টানা খেলে গেলে মাঝে মাঝে তাকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। ------ তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া