মুম্বই: নিহত গুলশন কুমারের জীবনের ওপর তৈরি বায়োপিকে মিউজিক জগতের ‘মোগল’-এর চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। ছবির নাম ‘মোগল: দ্য গুলশন কুমার স্টোরি’।


এদিন অক্ষয় টুইটারে জানান, টি-সিরিজ সংস্থার প্রয়াত কর্ণধারের সঙ্গে তাঁর পরিচয় প্রথম ছবির সময়। ‘আক্কি’ বলেন, গুলশনজিকে চেনার সৌভাগ্য আমার হয়েছিল আমার প্রথম ছবির সময়।


তিনি যোগ করেন, তাঁদের মধ্যে অনেক মিল ছিল। দুজনের জীবনের অতীত প্রায় একই। একই লড়াই চালাতে হয়েছে। তাই স্ক্রিনে ওনার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি ভীষণই উত্তেজিত। অক্ষয়ের মতে, গুলশন কুমার সঙ্গীত জগতের সম্রাট ছিলেন।


জানা গিয়েছে, বায়োপিকটির নির্দেশনা করবেন সুভাষ কপূর। যিনি, অঙ্গয়ের সঙ্গেই সাম্প্রতিককালে ‘জলি এলএলবি ২’ ছবি করেন। ছবির প্রযোজনা করছেন গুলশন কুমারের স্ত্রী সুদেশ কুমারী।