কলকাতা: চোখেমুখে আতঙ্ক, হতাশা, উদ্বেগ, দুঃখের ছাপ। মা যখন গুরুতর অসুস্থ, আর তাঁর স্বাস্থ্য নিয়ে নিতে হয় কঠিন সিদ্ধান্ত, তখন যে কোনও সন্তানেরই দিশেহারা অবস্থা হওয়া স্বাভাবিক। তেমনই অবস্থা গায়িকা মোনালি ঠাকুরের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছোটবেলার একটি ছবি, লিখলেন আবেগঘন বার্তা। চোখের জলে ভাসল অনুরাগীরা।


গুরুতর অসুস্থ মোনালির মা, লিখলেন আবেগঘন বার্তা


নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি স্টোরি শেয়ার করেন 'মোহ মোহ কে ধাগে' গায়িকা। মায়ের কোলে ছোট্ট মোনালি। তাঁর সঙ্গে একটি নাতিদীর্ঘ খোলা চিঠি। প্রত্যেক ছত্রে তাঁর কষ্ট স্পষ্ট। কী লিখলেন তিনি?


এদিন ছোটবেলার ছবি পোস্ট করে মোনালি লেখেন, 'এই পরিস্থিতির সঙ্গে কীভাবে লড়াই করব মা... এই একাকীত্ব... এই যন্ত্রণা। তিনি চেষ্টা করেছিলেন... বা হয়তো না... কিন্তু এবার সময় এসে গিয়েছে এবং তাঁকে লাইফ সাপোর্ট থেকে বের করে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাকে... এবং তৈরি হতে হবে... কেন এই ধরনের যন্ত্রণা ও অসহায়তার সঙ্গে লড়াই করার জন্য আমাদের শিক্ষা দেওয়া হয় না... কেন কোনও কিছুতেই সাহায্য হচ্ছে না... কোথা থেকে শুরু করব... কী করব আমি... আমার মাকে শান্তি দাও ঈশ্বর... এবং আমাকে সাহায্য করো... এখন মাকে ছাড়া আমার জীবনটাই বা কীভাবে কল্পনা করব... আর নিজেকে ঠিক রাখতে পারছি না... ভেঙে পড়েছি... কী করি... আমার শিকড়, আমার অস্তিত্ব... আমার সবকিছু...।'




আরও পড়ুন: Cannes Film Festival: 'কান ফিল্ম মার্কেট'-এ পার্বতী বাউলের জীবন দ্বারা অনুপ্রাণিত ভারতীয় পরিচালক সৌম্যজিতের 'জয়গুরু'


প্রসঙ্গত, করোনাকালে বাবা, প্রথিতযশা গায়ক ও অভিনেতা শক্তি ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোনালি ও মেহুলি, দুই বোনকে তখন আঁকড়ে সামলেছিলেন মা। সেই সময়েও এক আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন মোনালি। 'ফাদার্স ডে'তেও পোস্ট করেছিলেন পুরনো ছবি ভিডিওর একটি কোলাজ।                 


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।