সন্দীপ সরকার, কলকাতা: জামাই ফুটবল মাঠের কিংবদন্তি। শ্বশুর ফুটবল মাঠের প্রবাদপ্রতিম এক চরিত্র। বৃহস্পতিবার আচমকাই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন কলকাতার জামাই সুনীল ছেত্রী (Sunil Chhetri)। যাঁর শ্বশুর, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। সুনীলের সিদ্ধান্তে অবশ্য খুব একটা হতবাক নন সুব্রত। ময়দানের বাবলু জানিয়ে দিচ্ছেন, সকলকেই একদিন না একদিন সরে দাঁড়াতেই হয়। 


জামাই সুনীল স্ট্রাইকার। ভারতের জাতীয় (Indian Football Team) দলের হয়ে ১৯ বছর ফুটবল খেলেছেন। করেছেন রেকর্ড সংখ্যক ৯৪ গোল। ভারতের জার্সিতে তো রেকর্ড বটেই। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় চার নম্বরে রয়েছেন সুনীল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১২৮ গোল), আলি দাই (১০৮ গোল) ও লিওনেল মেসির (১০৬ গোল) পরেই। শ্বশুর অবশ্য ছিলেন ডিফেন্ডার। প্রতিপক্ষ স্ট্রাইকারদের পা থেকে বল কেড়ে নেওয়াই ছিল গুরুদায়িত্ব। নিজের কাজে দৃষ্টান্ত তৈরি করেছিলেন সুব্রত। একটা সময় তাঁর প্রশিক্ষণে খেলেওছেন সুনীল। যাঁকে দেখে সুব্রতর সেই বিখ্যাত উক্তি, 'ছেষট্টির শ্যাম থাপার মতো ফুটবলার সুনীল।'


জামাইয়ের অবসরের দিন সুব্রত বলছেন, 'এটা হওয়ারই ছিল। সবাইকেই একদিন না একদিন সরে যেতে হয়। কেউই আজীবন খেলে যেতে পারে না। পেলে হোক বা দিয়েগো মারাদোনা, পিকে বন্দ্যোপাধ্যায় হোক বা চুনী গোস্বামী, সকলকেই একদিন না একদিন অবসর নিতে হয়েছে। সুনীলও অবসর নিল। এই সিদ্ধান্ত ওই সবচেয়ে ভাল নিতে পারত। ও নিশ্চয়ই বুঝেছে সরে যাওয়ার এটাই সেরা সময়।'


 






সুনীল জানিয়েছেন, কুয়েতের বিরুদ্ধে ৬ জুন সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামের ম্যাচই ভারতের জার্সিতে তাঁর শেষ ম্যাচ। আন্তর্জাতিক ফুটবল না খেললেও, সুব্রতর মতে, ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন সুনীল। সুব্রত বলেছেন, 'একদিক থেকে ভালই হল। ভারতীয় দল ও ক্লাব ফুটবল, একসঙ্গে দুদিকে খেলা কঠিন। ভারতীয় ফুটবলকে অনেক কিছু দিয়েছে। এবার ও ক্লাব ফুটবলে মন দিতে পারবে।'                                     


আরও পড়ুন: জেল থেকে ছাড়া পেয়েই সরাসরি টি-২০ বিশ্বকাপের দলে? অপেক্ষা আইসিসি-র ছাড়পত্রের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।