মুম্বই: ফের নেটফ্লিক্সের পর্দায় ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ 'মানি হাইস্ট'। আজ ট্যুইটারে এই ঘোষণা করেছে নেটফ্লিক্সের কর্তৃপক্ষ। সেপ্টেম্বর ৩ তারিখে 'মানি হাইস্ট'-এর পঞ্চম পর্বের ভলিউম ১ এর প্রথম প্রিমিয়ার হবে। ভলিউম ২ এর প্রিমিয়ার হবে ডিসেম্বর মাসের ৩ তারিখে।
স্প্যানিশ ড্রামা 'লা কাসা দে পাপেল'ই 'মানি হাইস্ট' এর আসল নাম। 'মানি হাইস্ট'-এর গত সিরিজগুলি দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে। ঠোঁটে ঠোঁটে ঘুরেছে 'বেলা চাও'। প্রফেসার আর তাঁর টিমকে দেখে মুগ্ধ হয়েছেন সবাই। বিপুল এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই সিরিজের নতুন পর্ব ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। পঞ্চম অধ্যায়ই সম্ভবত এই সিরিজের শেষ অধ্যায় হতে চলেছে। দুই ভাগে মুক্তি পাবে পঞ্চম পর্বটি। প্রথম পর্বটি মুক্তি পাবে সেপ্টেম্বর মাসের ৩ তারিখে। দ্বিতীয়টি মুক্তি পাবে ডিসেম্বর মাসের ৩ তারিখে।
আজ নেটফ্লিক্সের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে 'মানি হাইস্ট' ৫ এর একটি প্রোমো শেয়ার করা হয়। সেখানে লেখা হয়, 'অবশেষে ফিরছে 'লা কাসা দে পাপেল' বা 'মানি হাইস্ট'। সেপ্টেম্বর ৩ তারিখে 'মানি হাইস্ট'-এর পঞ্চম পর্বের ভলিউম ১ এর প্রথম প্রিমিয়ার হবে। ভলিউম ২ এর প্রিমিয়ার হবে ডিসেম্বর মাসের ৩ তারিখে।' এই সিরিজের গল্পের বিষয়বস্তু থেকে শুরু করে পোক্ত অভিনয়, সঠিক কাস্টিং ও মিউজিকের ব্যবহারের কারণেই দর্শকদের মধ্যে এত জনপ্রিয় হয়ে উঠেছিল মানি হাইস্টের গত পর্বগুলি।
গোটা বিশ্বের মধ্যে ইংরাজি ছাড়া সবচেয়ে বেশি দেখা ওয়েব সিরিজ হল 'মানি হাইস্ট'। স্প্যানিশ টিভিতে ২০১৭ সালে প্রথম টেলিকাস্ট হয়েছিল 'মানি হাইস্ট'। সেইসময় ৪.৩ মিলিয়ান মানুষ দেখে ফেলেছিলেন এটি। দর্শকদের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই দ্বিতীয় পর্ব আনার কথা ভাবেন নির্মাতারা। নেটফ্লিক্স এই ওয়েবসিরিজটিকে আন্তর্জাতিক ক্যাটেগোরিভুক্ত করে ওয়েবসিরিজ হিসাবে দর্শকদের সামনে তুলে ধরে। টিভি সিরিজের ১৫টি এপিসোডকে ভেঙে ২২টি এপিসোড করা হয়। ফ্রান্স, ইতালি, চিন, পর্তুগাল, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজ এই 'মানি হাইস্ট'।