নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে ক্রমশই বেড়েছে ওটিটি প্ল্য়াটফর্মের চাহিদা। করোনার একের পর এক ঢেউতে কার্যত গৃহবন্দি মানুষ। তাই বিনোদনের মাধ্যম হিসেবে ওটিটি প্ল্যাটফর্মকেই বেছে নিচ্ছেন সাধারণ মানুষ। সদ্য মুক্তি পাওয়া বেশ কিছু ওয়েব সিরিজ ও ছবির ট্রেলার মুক্তি পেয়েছে সোশ্য়াল মিডিয়ায়। বর্তমানে কার্যত নতুন ছবি মুক্তি পাওয়ার উত্তেজনা নিয়েই ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষা করেন সাধারণ মানুষ। সম্প্রতি সমস্ত দর্শকদের মন কেড়েছে কোন কোন ওয়েব সিরিজ ও ছবির ট্রেলার? দেখে নিন তালিকা। 


আর্কাইভ ৮১ (Archive 81)


এই গল্প একজন শিল্পীর যে বিভিন্ন পুরনো ক্যাসেট ও সিডি সংগ্রহ করে ও সেখান থেকে তথ্য উদ্বার করে। এই কাজ করতে করতেই তাঁর হাতে এসে পড়ে আগুনে পোড়া কিছু টেপ। সেই টেপ থেকে উদ্বার হয় একটি মেয়ের গল্প ও তার করা বিভিন্ন রেকর্ডিং। কিন্তু রহস্যময় সেই রেকর্ডিংয়ে কী রয়েছে অদেখা কারও উপস্থিতি? ভিডিও উদ্ধার করতে গিয়ে মায়াবী জালে জড়িয়ে পড়ে ওই শিল্পী! নেটফ্লিক্স ইউটিউবে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।


ইয়ে কালি কালি আঁখে (Yeh Kaali Kaali Ankhein)


একটি ত্রিকোণ প্রেমের গল্প বলবে নতুন এই ছবি 'ইয়ে কালি কালি আঁখে'। শুধু তাই নয়, এই গল্পে জড়িয়ে রয়েছে রাজনীতির রঙও। দুই নারীর সম্পর্কের জালে জড়িয়ে পড়া এক ব্যক্তির গল্প বলবে এই সিরিজ। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তাহির ভাসিন। নেটফ্লিক্স ইউটিউবে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিরিজটির জন্য। 


 


আরও পড়ুন: 'চার বছরে কখনও ঝগড়া হয়নি', 'কৃষ্ণকলি'-র শেষ দিনে শ্যুটিংয়ে আবেগপ্রবণ নিখিল-শ্যামা


 


ডিটেকটিভ বুমরাহ (Detective Boomrah)


এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ ডিটেকটিভ বুমরাহ-র চরিত্রে অভিনয় করছেন সুধাংশু রাই (Sudhanshu Rai)। গল্পের শুরু হয় একটি ঘটনাকে কেন্দ্র করে। একটি হোটেলে থাকতে আসে এক ব্যক্তি। তারপর সেই হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে নিরুদ্দেশ হয়ে যান। ডিটেকটিভ বুমরাহ তার সহকারী শ্যামকে নিয়ে এই কেসটির কিনারা করতে নামে। এই সিরিজে একগুচ্ছ তারকাদের।  দেখা যাবে।  নেটফ্লিক্স ইউটিউবে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিরিজটির জন্য। 


হিউম্যান (Human)


ড্রাগ ও অজান্তেই নেশার কবলে পড়া একগুচ্ছ মানুষের প্রাণ সংশয়, এটাই হিউম্যান গল্পের প্রেক্ষাপট। এই সিরিজে দেখা যাবে রাম কপূর, কীর্তি কুলহারি, সীমা বিশ্বাস, শেফালি শাহ ও অন্যান্য তারকাদের। কমসময়ে বেশি পয়সা উপার্জনের লোভে ড্রাগচক্রে জড়িয়ে পড়ে এক যুবক। সেই চক্রের কবলে পড়েই প্রাণ সংশয়ে পড়ে বহু মানুষ। ডিজনি প্লাস হটস্টার ও ইউটিউবে দেখা যাচ্ছে এই ট্রেলার।


কৌন বনেগি শিখরবন্দি (Kaun Banegi Shikharwati)


লারা দত্ত, সোহা আলি খান, কৃতিকা কর্মা ও অন্যান্য তারকা অভিনীত এই সিরিজের মুখ্য ভূমিকায় রয়েছেন নাসিরুদ্দিন শাহ। এক মাসের মধ্যে ট্যাক্স শোধ করে দিতে হবে তাঁকে। এই প্রেক্ষাপটেই এগোয় সিরিজের গল্প। জি ফাইভে মুক্তি পাবে এই সিরিজটি।


টর্টল (Turtle)


রাজস্তানের একটি গ্রামের প্রেক্ষাপটে বোনা হয়েছে এই সিরিজের গল্প। রাজস্থানের এক গ্রামকে উন্নত করতে গিয়ে রামকরণ চৌধুরী। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিরিজটির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সঞ্জয় মিশ্র। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে সিরিজটি। জি ফাইভে দেখা যাবে টর্টল।