কলকাতা: ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই মা-বাবাকে হারিয়েছেন তিনি। বাবা খুব কড়া ছিলেন, ভয়ে কখনও বলা হয়নি, পরিচালক হতে চান। আজ, যখন টলিউড ইন্ডাস্ট্রিতে নিজেদের একটি ঘরানা তৈরি করে ফেলেছেন, তখন তাঁর মাঝে মাঝে খুব মনে পড়ে মায়ের কথা.. মা সেতার বাজাতেন, ভালোবাসতেন সংস্কৃতি। নিশ্চয়ই মায়ের স্বপ্ন ছিল তাঁকে এই জায়গায় দেখার। মাতৃদিবসের আগে মায়ের কথা অকপটে এবিপি লাইভকে বললেন পরিচালক নন্দিতা রায় (Nandita Ray)।
সফল পরিচালক হয়ে ওঠার সফরে মা কতটা জড়িয়ে? নন্দিতা বলছেন, 'আমি ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই মা আমায় ছেড়ে চলে যান। আমার প্রথম ছবি একটা ছোট্ট পাপেট ফিল্ম। সেটার যেদিন শ্যুটিং শুরু হবে, মুম্বই থেকে ফোন এল। মা হাসপাতালে ভর্তি। আমি শ্যুটিং ছেড়ে মুম্বইতে চলে গেলাম। বিমান বন্দর থেকে আমায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যেতে যেতে আমার এক দাদা জানালেন, মায়ের ব্লাড ক্যান্সার হয়েছে। হাতে বড় জোর আর একটা মাস সময়। কিন্তু শ্যুটিং থেমে থাকতে পারে না। দ্য শো মাস্ট গো অন... আমি তারপর চলে এলাম কলকাতা। আমিই ফিল্মের মূল পাপেটকে চালাতাম। খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে শ্যুটিংটা শেষ হল। তারপর কাজ বন্ধ রইল। গোটা দলটা আমার জন্য অপেক্ষা করেছিল। তারপর ঠিক ১ মাসের মাথায় আমার মা মারা যান। এর ঠিক ৮ মাস আগে আমার বাবাও চলে গিয়েছিলেন। মা চলে যাওয়ার পরে আমি কলকাতায় ফিরে আসি। ছবির এডিটিং, মিউজিক নিয়ে ব্যক্ত হয়ে পড়ি। আমার প্রথম ছবি মুক্তি পেল, ভালোও হল। কিন্তু এসব যখন হচ্ছে, মা তখন আর নেই।'
মাকে বলা হয়নি এমন কোনও কথা রয়েছে? আলতো হেসে নন্দিতা বললেন, 'মাকে কখনও বলা হয়নি, আমি পরিচালক হতে চাই। কারণ বাবা খুব কড়া ছিলেন। বোধহয় কখনও মেনে নিতে পারতেন না এই সিদ্ধান্তটা। কিন্তু এখনও আমার মনে হয়, বাবা-মা সবসময় আমার সঙ্গেই ছিলেন, আছেন, থাকবেন। আমি সঠিক রাস্তাই বেছেছিলাম।'