মুম্বই: চলতি আইপিএল-এ (IPL 2022) অসাধারণ ফর্মে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) লেগস্পিনার যুজবেন্দ্র চাহল (Yuzvendra Chahal)। আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন পেসার লসিথ মালিঙ্গার (Lasith Malinga) এক অসাধারণ নজির স্পর্শ করলেন। আইপিএল-এ চারটি মরসুমে ২০ বা তার বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে মালিঙ্গার। আজ সেই নজির গড়লেন চাহল। আর কোনও বোলারের এই নজির নেই।
চাহলের অসাধারণ নজির
আজ পাঞ্জাবের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন চাহল। তিনি ফিরিয়ে দেন ভানুকা রাজাপক্ষে, ময়ঙ্ক আগরওয়াল ও জনি বেয়ারস্টোকে। আজ চাহলের প্রথম শিকার হন রাজাপক্ষে। তাঁর লেগ স্টাম্প উড়িয়ে দেয় চাহলের ঘূর্ণি। এরপর এই লেগস্পিনারের দ্বিতীয় শিকার হন পাঞ্জাবের অধিনায়ক। জশ বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ময়ঙ্ক। এরপর চাহলের তৃতীয় শিকার হন বেয়ারস্টো। তিনি এলবিডব্লু হয়ে যান।
শ্রেয়স গোপালকে টপকালেন চাহল
এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সময় ২০১৫, ২০১৬ ও ২০২০ সালের আইপিএল-এ ২০ বা তার বেশি উইকেট নেন চাহল। এবার তিনি সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার দৌড়ে সবার আগে। এতদিন রাজস্থানের হয়ে আইপিএল-এর কোনও একটি মরসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির ছিল শ্রেয়স গোপালের। তিনি ২০১৯-এর আইপিএল-এ ২০ উইকেট নেন। এবার ২১ উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে দিলেন চাহল।
পাঞ্জাবকে হারাল রাজস্থান
চাহলের এই অসাধারণ নজির গড়ার দিনে তাঁর দল সহজ জয় পেল। পাঞ্জাবকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফের যোগ্যাত অর্জন করার দিকে অনেকটা এগিয়ে গেল রাজস্থান। ১১ ম্যাচে রাজস্থানের পয়েন্ট হয়ে গেল ১৪। পয়েন্ট তালিকায় তিন নম্বরে রাজস্থান।
আজ প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৮৯ রান করে পাঞ্জাব। সর্বোচ্চ ৫৬ রান করেন বেয়ারস্টো। ৪ উইকেট হারিয়ে সহজেই সেই রান টপকে যায় রাজস্থান। যশস্বী জয়সোয়াল করেন ৬৮ রান।