মুম্বই: ফের বলিউডে শোকের ছায়া নেমে এল। দীর্ঘদিন ধরে মারণ রোগের সঙ্গে লড়াই করার পর তা শেষ হল। প্রয়াত হলেন বলিউডের নামী পরিচালক। 'খুন পসিনা', 'দো অউর দো পাঁচ', 'মিস্টার নটবরলাল', 'ইয়ারানা'র মতো ছবি তিনি তৈরি করেছেন। প্রয়াত হয়েছেন বি টাউনের বর্ষীয়ান প্রযোজক, পরিচালক এবং স্ক্রিনরাইটার রাকেশ কুমার (Rakesh Kumar)। তাঁর প্রয়াণে (Rakesh Kumar Passes Aw ay) শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
প্রয়াত 'ইয়ারানা' পরিচালক রাকেশ কুমার-
জানা গিয়েছে, পরিচালক রাকেশ কুমার দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন। বৃহস্পতিবার সেই লড়াই শেষ হয়। সেদিনই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত পরিচালকের স্মৃতিতে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকে। রবিবার সেই প্রার্থনা সভায় সকলের উপস্থিতি কামনা করে রাকেশ কুমারের পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ পত্রও পাঠানো হয়েছে সংবাদমাধ্যমে। সূত্রের খবর, রবিবার ১৩ নভেম্বর প্রয়াত পরিচালকের স্মরণে আন্ধেরি ওয়েস্টে প্রার্থনা সভার আয়োজন করেছে তাঁর পরিবার। বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত চলবে সেই সভা। সেই সভায় উপস্থিত থাকতে পারেন বি টাউনের অভিনেতারা।
আরও পড়ুন - Manobjomin Official Teaser: মুক্তি পেল শ্রীজাত প্রথম পরিচালিত ছবি 'মানবজমিন'-এর টিজার
প্রসঙ্গত, বলিউডে অনেক ছবি পরিচালনা করেছেন প্রয়াত রাকেশ কুমার। 'খুন পসিনা', 'দো অউর দো পাঁচ', 'সূর্যবংশী', 'দিল তুঝকো দিয়া'র মতো ছবি তৈরি করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও অমিতাভ বচ্চনের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। অমিতাভ বচ্চন এবং রাকেশ কুমার একসঙ্গে কাজ করেন 'মিস্টার নটবরলাল', 'ইয়ারানা', 'খুন পসিনা'র মতো ছবিতে। যা দর্শকদের কাছে যেমন প্রশংসিত হয়, তেমনই ব্যবসায়ীক দিক থেকেই সফল হয়। ১৯৯২ সালে 'সূর্যবংশী' ছবিতে সলমন খানের সঙ্গেও কাজ করেন তিনি। রাকেশ কুমার রেখে গেলেন তাঁর এবং দুই সন্তানকে।
চলতি বছর বলিউডে প্রয়াত হলেন অনেক নামী শিল্পী। লতা মঙ্গেশকর থেকে বাপ্পি লাহিড়ি। কেকে থেকে রাজু শ্রীবাস্তব। কেউ দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে ইহলোকের মায়া ত্যাগ করলেন। কেউ আবার অকালে আচমকাই চলে গেলেন। বিনোদন জগতে একাধিক নক্ষত্রপতন হল চলতি বছর। কয়েকদিনআ আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। জিম করাকালীন হৃদরোগে আক্রান্ত হন। মাঝে কিছুটা সুস্থ হয়ে উঠলেও শেষরক্ষা হল না। দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অন্যদিকে, সদ্যই প্রয়াত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। বড় পর্দা ও ছোট পর্দা কিংবা গানের জগত, বিনোদনের জগতের একাদিক তারকার প্রয়াণে ভারাক্রান্ত অনুরাগীদের মন।