কলকাতা: শাহরুখের (Shahrukh Khan) বাড়িতে প্রবেশের চেষ্টা গুজরাতের  দুই বাসিন্দার। আজ্ঞে হ্যাঁ এমন অভিযোগ উঠেছে মন্নতে (Mannat)। জানা গিয়েছে, রাতের অন্ধকারে পাঁচিল টপকে কিং খানের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা চালায় দুই ব্যক্তি। মন্নতের ভিতরে লুকিয়ে ছিলেন ওই দুইজন বলে অভিযোগ ওঠে।  সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty) কটূক্তির অভিযোগ। গতকাল রিজেন্ট পার্ক এলাকায় এক ব্যক্তি তাঁর উদ্দেশে কটূক্তি করেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকেই পুলিশকে (Police) ফোন করেন ইমন। ঘটনাস্থলে আসে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ইমন চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে রজত মজুমদার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান ইমন। ফের দেশের মাটিতে সাফল্য আসবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র হাত ধরেই? ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। ২০২৩ সালের অস্কার বিতরণকারীদের নামের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে নাম রয়েছে দীপিকার। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


ইমন চক্রবর্তীকে 'কটূক্তি'


সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty) কটূক্তির অভিযোগ। গতকাল রিজেন্ট পার্ক এলাকায় এক ব্যক্তি তাঁর উদ্দেশে কটূক্তি করেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকেই পুলিশকে (Police) ফোন করেন ইমন। ঘটনাস্থলে আসে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ইমন চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে রজত মজুমদার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান ইমন।  ফেসবুকে ইমন জানিয়েছেন , তিনি প্রায় প্রতিদিনই বাড়ির পাশের খেলার মাঠে ব্যাডমিন্টন খেলেন এবং খেলার শেষে চা খেতে যান পাড়ার দোকানে। প্রায় সময়ের মত গতকাল রাত তিনি সেখানেরই একটি ফলের দোকান ফল কিনতে যান। তিনি বলেন, সেই সময় তার সঙ্গে পোখরাজ ও তার বোন সঙ্গে ছিল। সেই সময় ওই স্থানে একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে তিনি দেখেন।


রাতের অন্ধকারে পাঁচিল টপকে শাহরুখের বাড়িতে 'অনুপ্রবেশের' চেষ্টা !


শাহরুখের (Shahrukh Khan) বাড়িতে প্রবেশের চেষ্টা গুজরাতের  দুই বাসিন্দার। আজ্ঞে হ্যাঁ এমন অভিযোগ উঠেছে মন্নতে (Mannat)। জানা গিয়েছে, রাতের অন্ধকারে পাঁচিল টপকে কিং খানের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা চালায় দুই ব্যক্তি। মন্নতের ভিতরে লুকিয়ে ছিলেন ওই দুইজন বলে অভিযোগ ওঠে। নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, বুধবার রাতে পাঁচিল টপকে শাহরুখ খানের বাড়ির ভিতরে ঢুকে লুকিয়েছিলেন ওই দুই ব্যক্তি। তবে সেই রাতে বাড়ি ছিলেন না কিং খান। তিনি জওয়ানের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। জানা গিয়েছে, ওই দুইজনের বয়েস ২০ এবং ২২ বছর। এবং তাঁরা গুজরাত থেকে এসেছিলেন। ঘটনার পর মন্নতের ম্যানেজার ওই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বান্দ্রার পুলিশের (Police) হাতে তুলে দিয়েছেন। গ্রেফতার হতেই ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেদের 'শাহরুখের ভক্ত' বলে দাবি করেছেন। যদিও প্রকৃতই তারা কিং খানের ভক্ত কিনা, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। যদি তা না হয়, তাহলে কী কারণে দেশের এই সুপারস্টারের বাড়িতে লুকিয়েছিলেন ? স্বাভাবিকভাবেই কিং খানের বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


আরও পড়ুন: Ritabhari Chakraborty: কথায় নয়, কল্পনারা ফুটে উঠল রং-তুলিতে, খুদেদের কাজে মুগ্ধ ঋতাভরী


 


অস্কারের মঞ্চে একমাত্র ভারতীয় হিসেবে উপস্থিত থাকবেন দীপিকা


ফের দেশের মাটিতে সাফল্য আসবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র হাত ধরেই? ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। ২০২৩ সালের অস্কার বিতরণকারীদের নামের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে নাম রয়েছে দীপিকার। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন দীপিকা নিজেই। তালিকায় রয়েছে ২০২৩-এর অস্কারের মঞ্চে কারা কারা উপস্থিত থাকবেন। সেখানে একমাত্র ভারতীয় হিসেবে নাম ঝলমল করছে দীপিকার। হলিউডের ছবিতে তাঁকে একবারই দেখা গিয়েছে। তবে বিশ্ব জুড়ে তাঁর সাফল্যকে অস্বীকার করতে পারবেন এমন মানুষ নেই। 


নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় প্রথমবার ভিক্টর বন্দ্যোপাধ্যায়


ছবির মুখ্যচরিত্র ঘোষণার পরেই ফের নতুন চমক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর। নতুন ছবিতে দীর্ঘদিন পরে দেখা যাবে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Vicktor Banerjee)-কে। তার বিপরীতে দেখা যাবে অনুসূয়া মজুমদার (Anushua Majumdar)-কে। আজ উইন্ডোজ (Windows) -এর অফিসে স্ক্রিপ্ট রিডিং-এ এসেছিলেন দুই অভিনেতা অভিনেত্রী। সেখানেই পাকা কথা। সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে এর আগে একাধিকবার নতুন নতুন চমক পরিকল্পনা করেছে উইন্ডোজ। ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে নিয়েও এমনই কোনও নতুন চমক পরিকল্পনা করে রেখেছেন পরিচালকদ্বয় এমনই আশা করা যায়।


রুক্মিণীর পরে বিনোদিনী বেশে প্রিয়ঙ্কা


রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র পরে এবার নটি বিনোদিনী (Noti Binodini)-র বেশে অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। আজ সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর লুক শেয়ার করে নিয়েছে প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। সেইসঙ্গে দিয়েছেন একগুচ্ছ জানা অজানা খবর নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে' নিয়ে। প্রিয়ঙ্কার ছবি প্রকাশ করেই রানা সাফ জানিয়েছেন, বিনোদিনী দাসীকে নিয়ে কোনও নতুন ছবির ঘোষণা করছেন না তিনি। 'লহ গৌরাঙ্গের নাম রে'-ছবিতে একটি গুরুত্বপূর্ণ অংশ গিরীশ ঘোষ ও বিনোদিনী দাসীর গল্প, সেই অংশের জন্যই বিনোদিনী হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রিয়ঙ্কা সরকারকে। অন্যদিকে গিরীশ ঘোষ (Girish Ghosh)-এর ভূমিকায় দেখা যাবে ব্রাত্য বসু (Bratya Basu)-কে।