কলকাতা: এবার  কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যোগ দিতে চলেছেন ম্ুণাল ঠাকুর। তবে শুধু ম্রুণালই নন। এই তালিকায় রয়েছে অনুষ্কা শর্মা, এশা গুপ্তা, মানুষী চিল্লার সহ আরও বেশ কয়েকজন অভিনেত্রীর নাম।


সম্প্রতি  ম্রুণাল জানান, "আমি প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। এমন একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে গ্রে গুজকে প্রতিনিধিত্ব করা সম্মানের বিষয়। আমি বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করার জন্য উন্মুখ হয়ে আছি। "


কিছুদিন আগে, সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন ম্রুণাল। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী রীতিমত কান্নায় ভেঙে পড়েছেন। পোস্টে অভিনেত্রী লিখেছিলেন,'জীবনে এমন সময় আসে, যেখানে আপনি শুধুই ইতিবাচক কথা শুনতে চান। সেই ধাক্কাটার দরকার পড়ে যেটার পর আমরা আবার উঠে দাঁড়াতে পারি। মানুষ আজকাল ভেঙে পড়াটাকে দুর্বল মনে করে। কিন্তু আমি এই পোস্ট দেওয়ার পর খুব শান্তি অনুভব করছি। আমরা সবাই জীবনের কোনও না কোন সময় দুঃখে ডুবে যাই, আত্মবিশ্বাসের অভাব বোধ করি। এটা খুবই স্বাভাবিক একটি অনুভূতি।'


অন্য়দিকে, কিছুদিন আগে দুলকর সলমান (Dulquer Salmaan), রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) ও ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) অভিনীত রোম্যান্টিক ড্রামা (Romantic Drama) ঘরানার ছবি 'সীতা রামাম'-এর (Sita Ramam) মুকুটে জুড়েছিল নতুন পালক। মর্যাদাপূর্ণ 'দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড'-এর (Dadasaheb Phalke Award for Best Film Jury) জুরির বিচারে 'সেরা ছবি' ঘোষিত হল 'সীতা রামাম'।


আরও পড়ুন...


শুধু সানস্ক্রিন ব্যবহার নয়, গরমের দিনে প্রখর রোদের হাত থেকে ত্বক রক্ষা করার জন্য আর কী কী করতে পারেন?


বলিউডে কীভাবে উত্তরণ হল ম্রুণালের?


প্রসঙ্গত, ১৯৯২ সালের ১ অগাস্ট, মহারাষ্ট্রে ধুলে অঞ্চলে জন্ম নেন অধুনা হিন্দি ও মরাঠি ছবির জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ২০১২ সালে কলেজে পড়াকালীন অভিনয়ে হাতেখড়ি। শুরু করেন 'মুঝসে কুছ কেহতি... ইয়ে খামোশিয়াঁ' ধারাবাহিক দিয়ে।এরপর ২০১৪ সালে তিনি শুরু করেন 'কুমকুম ভাগ্য' ধারাবাহিকে কাজ। সেটা চলে ২০১৬ পর্যন্ত।২০১৪ সালে 'বক্স ক্রিকেট লিগ ১' ও ২০১৫ সালে 'নাচ বলিয়ে ৭'-এ অংশ নেন ম্রুণাল। অভিনেত্রীর সিনেমায় হাতেখড়ি হয় মরাঠি ছবি 'ভিট্টি দন্ডু'র হাত ধরে। ২০১৪ সালে মুক্তি পায়।তাঁর পরবর্তী মরাঠি ছবি ছিল সুরাজ্য। ডাক্তার স্বপ্নার চরিত্রে দেখা যায় তাঁকে। ২০১২ সালে ম্রুণাল আন্তর্জাতিক ছবি 'লভ সোনিয়া'র কাজ শুরু করেন। যার জন্য তিনি কলকাতায় থাকতেন। এটি মুক্তি পায় ২০১৮ সালে। ২০১৯ সালে বলিউডে ডেবিউ করেন হৃত্বিক রোশনের বিপরীতে 'সুপার ৩০' ছবির হাত ধরে।