ভিডিওটি ইতিমধ্যেই ৪ লাখের বেশি লাইক পেয়েছে। দেখা যাচ্ছে, আরামে ধোনির চোখ বুজে এসেছে, জিভা আবার ম্যাসাজ করতে করতে জড়িয়ে ধরেছে বাবার গলা।
ধোনি নিয়মিত জিভার ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কদিন আগে মেয়ের একটি সানগ্লাস করা ছবি পোস্ট করেন তিনি, সে ধরনের সানগ্লাস আবার দেখা গিয়েছে রণবীর সিংহের চোখে। ধোনি ক্যাপশনে লেখেন, জিভা নিশ্চিত, রণবীর ওর সানগ্লাসই পরেছিলেন।