এফআইআর খারিজের নির্দেশ হাইকোর্টের, স্বস্তি সুজানের
ABP Ananda, web desk | 26 Aug 2016 06:42 AM (IST)
মুম্বই: হাইকোর্টের রায়ে স্বস্তি হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের। সাক্ষ্যপ্রমাণের অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দায়ের করা এফআইআর খারিজ করে দিল হাইকোর্ট। বিচারপতি এফএম রেইস এবং বিচারপতি নূতন সরদেশাই এই রায় দিয়েছেন। গত জুন মাসে পানাজি থানায় ইন্টেরিওয়র ডেকোরেশন অ্যান্ড ডেকোরেশন সংস্থার পরিচালিকা সুজানের বিরুদ্ধে ১.৮৭ কোটি টাকার প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল। রিয়েল এস্টেট সংস্থা এমজি প্রপার্টিজ তাদের অভিযোগে বলেছিল, ২০১৩-তে নিজেকে আর্কিটেক হিসেবে পরিচয় দিয়ে একটি বরাত সংগ্রহ করেছিলেন সুজান।