মধ্যপ্রদেশে পুরসভা উপনির্বাচনে ৯টি আসনে জয় কংগ্রেসের, বিজেপি-র ঝুলিতে মাত্র ৪টি
Web Desk, ABP Ananda | 08 Aug 2018 04:53 PM (IST)
ভোপাল: মধ্যপ্রদেশে পুরসভার উপনির্বাচনে শাসক দল বিজেপি-কে টেক্কা দিল বিরোধী কংগ্রেস। রাজ্যজুড়ে ১৪টি আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ করা হয় গত ৩ জুলাই। ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেল, কংগ্রেস পেয়েছে ৯টি আসন। বিজেপি চারটি আসনে জয় পেয়েছে। একটি আসনে জয় পেয়েছেন নির্দল প্রার্থী। মধ্যপ্রদেশ সরকারের জনসংযোগ বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, কংগ্রেস জয় পেয়েছে বুরহানপুর জেলার নেপানগর, নিমুচ জেলার সরওয়ানিয়া মহারাজ, ছিন্দওয়াড়া জেলার নিউটন চিখলি ও জুন্নরদেও, গ্বালিয়রের দাবরা, ভোপালের বেরাসিয়া, গুনার রাঘোগড়, সিঙ্গরাউলি ও সাতনা পুরসভায় একটি করে আসনে। বিজেপি প্রার্থীরা জিতেছেন মন্দসৌর জেলার শামগড় এবং অনুপুর জেলার দাতিয়া, দামো ও বিজুরি পুরসভা আসনে। নির্দল প্রার্থী জিতেছেন ভিন্দ জেলার গরমি কেন্দ্রে।