কলকাতা : মুক্তি পেল ইমন চক্রবর্তীর মিউজিক ভিডিও ইচ্ছেডানা। শারদ-আবহে অনুরাগীদের জন্য অপূর্ব একটি গান উপহার দিলেন ইমন। গানটি লিখেছেন মানিক বেরা। গানে সুর দিয়েছেন নীলাঞ্জন ঘোষ। গানটি শুনতে ক্লিক করতে হবে, https://www.youtube.com/watch?v=4g9upbuKe8Y - এই লিঙ্কে। 'সেদিনের মতো আজও শারদ রঙিন পরিবেশ, আমি যদি পাখি হতাম ছুঁয়ে নিতাম চাঁদের দেশ । '
শারদপ্রাতের কথা বললেও ইমনের চারপাশ কিন্তু মেঘে ঢাকা। সবুজের কোলে , মেঘের রাজ্যে নস্টালজিয়ায় ভাসেন ইমন চক্রবর্তী। এবিপি লাইভকে ইমন জানালেন, তাঁরা এই গানটির শুটিং করেছেন পাহাড়ে। কিন্তু পাহাড়ি আকাশেই আশ্বিনের শারদ প্রাতের রেশ পেয়েছেন গায়িকা। তাঁর আশা, অতিমারী কালে এমন মনোরম গানেই মনের গুমোট ভাবটা কেটে যাবে।
আরও দেখুন :
বিয়ের পর প্রথম শারদোৎসবই নীলাঞ্জনকে ছাড়া ... পুজোর প্ল্যান থেকে গান, আড্ডায় ইমন
একটা সময় ছিল, যখন পুজো মানেই ছিল পুজোবার্ষিকী আর পুজোর গান। সবকিছু আগের মতো থাকলেও মাধ্যমে এসেছে রদবদল। নতুন ক্যাসেট, ডিভিডি অ্যালবামের বদলে শ্রোতারা নতুন গান শোনেন ইউটিউবে। মুক্তি পায় সিঙ্গল একটি গান। সকলের নজর থাকে কত মানুষ নতুন করে গানটি শুনলেন সেই সংখ্যার উপর। কিন্তু সঙ্গীতশিল্পীর মনে হয়, মাধ্যম যাই হোক না কেন, ভাল গানের কদর. ছিল আছে থাকবে। অতিমারী কাল একটদিন কেটে যাবে, সঙ্গীত জগতের মানুষদের অর্থনৈতিক দুঃসময়ও কেটে যাবে একদিন। থেকে থাবে গান, থেকে যাবে সৃষ্টি।
এবিপি লাইভ-এর সঙ্গে আড্ডায় ইমন জানালেন, এবার পুজোটা কাটবে কলকাতার বাইরেই। হয়ত কোনও অনুষ্ঠানের জন্যই...তবে কোথায় ... কখন অনুষ্ঠান , খবর পাকা হওয়ার আগে বলতে চাননি শিল্পী। আপাতত তাঁর আশা, করোনাকালে অন্য সব কাজ যেমন কোভিডবিধি মেনে চালু হয়ে গিয়েছে পুরোদমে, তেমনই শুরু হোক সাংষ্কৃতিক অনুষ্ঠান, নইলে খুব দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকা মানুষরা।
শুনুন ইমনের নতুন গান -