হৃতিকের ‘কাবিল’, শাহরুখের ‘রইস’-কে সলমনের শুভেচ্ছা
ABP Ananda, Web Desk | 16 Jan 2017 08:44 AM (IST)
মুম্বই: ২৫ তারিখ মুক্তি পাচ্ছে হৃতিক রোশনের ‘কাবিল’ ও শাহরুখ খানের ‘রইস’। সেই উপলক্ষ্যে তাঁদের দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সুলতান সলমন খান। ২১ বছর আগে তিনি ও শাহরুখ খান একসঙ্গে ‘করণ অর্জুন’ করেছিলেন। ছবিটি পরিচালনা করেন হৃতিকের বাবা রাকেশ রোশন। সে কথা মনে করে রাকেশকে ধন্যবাদ জানিয়েছেন সলমন। ‘কহো না প্যায়ার হ্যায়’ ১৭ বছরে পা দিয়েছে। সে কথা মনে করে অভিনন্দন জানিয়েছেন প্রথম ছবিতেই সুপারস্টার হয়ে যাওয়া হৃতিক রোশনকে।