মা সবচেয়ে বড় ফ্যান কিন্তু বাবা কোনওদিন প্রশংসা করে না, বলছেন রণবীর কপূর
Web Desk, ABP Ananda | 30 May 2018 06:27 PM (IST)
মুম্বই: মা নিতু কপূরকে তাঁর সবচেয়ে বড় ফ্যান বলে উল্লেখ করলেন বলিউড তারকা রণবীর কপূর। তবে তিনি জানিয়েছেন, বাবা ঋষি কপূর কোনওদিন তাঁর প্রশংসা করেন না। শুধু আরও ভাল কাজ করে যেতে বলেন। সঞ্জয় দত্তর বায়োপিক ‘সঞ্জু’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রণবীর। সম্প্রতি অবশ্য ছেলের প্রশংসা করেছেন ঋষি। তিনি বলেছেন, ‘সঞ্জু’ ছবিতে রণবীর দারুণ অভিনয় করেছেন। এ বিষয়ে ৩৫ বছরের এই অভিনেতা বলেছেন, ‘আমার বাবা একজন অভিনেতা। আমি তাঁর কাজের প্রশংসা করি এবং তাঁর প্রতি শ্রদ্ধা আছে। তিনি কোনওদিন আমার সামনে বলেন না, ভাল কাজ করছি। আমি সেটা আশা করিও না। তবে তাঁর কাছ থেকে এই কথা শুনলে সেটা অবিশ্বাস্য মনে হয়। আমি আবেগতাড়িত হয়ে পড়েছি।’ রণবীর আরও বলেছেন, ‘সব বাবাই চান তাঁর ছেলে ভাল কাজ করুক। কিন্তু আমার বাবা কোনওদিন বিনামূল্যে প্রশংসা করেন না। এ বিষয়ে তিনি সচেতন। তিনি সবসময় বলেন, আরও উন্নতি করতে হবে, পরিশ্রম করতে হবে। আমার মা আবার যেটা করি সেটাকেই ভাল বলেন। তিনি আমার সবচেয়ে বড় ফ্যান। তিনি বম্বে ভেলভেট দেখার পর সেটিকে বিশ্বের সেরা ছবি বলেছিলেন।’ সোনম কপূরের সঙ্গে ‘সাওয়ারিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন রণবীর। সেটা ছিল তাঁদের দু’জনেরই প্রথম ছবি। এরপর ফের তাঁরা একসঙ্গে অভিনয় করছেন ‘সঞ্জু’-তে। সোনমের প্রশংসা করে রণবীর বলেছেন, তাঁর সহ-অভিনেত্রী অনেক উন্নতি করেছেন। এছাড়া কোনও বদল হয়নি। তাঁরা ফের একসঙ্গে কাজ উপভোগ করেছেন।