নয়াদিল্লি: সামাজিক উদ্দেশ্যমুখী নানা বিষয়ে ছবি বানিয়ে বা নানা সামাজিক ইস্যুতে ইতিবাচক ভূমিকার জন্য লাইমলাইটে থাকেন অক্ষয় কুমার। কিন্তু ৫২ বছরের তারকা অভিনেতার ছেলে আরভের চরিত্র ঠিক বাবার বিপরীত। সে নাকি প্রচারের আলোর ধারেকাছে ঘেঁষতে চায় না। ডিসকভারি চ্যানেলের ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস অ্য়ান্ড অক্ষয় কুমার’-এর আসন্ন এপিসোডে ব্রিটিশ অ্যাডভেঞ্চারপ্রেমী বিয়ার গ্রিলসের সঙ্গে খোলামেলা আলোচনায় নিজেই এটা জানিয়েছেন অক্ষয়। বলেছেন, আমার ছেলে একেবারে অন্যরকম। মানে, কাউকে বলতে চায় না, ও আমার ছেলে। প্রচারের আলো থেকে দূরেই থাকতে চায়। নিজস্ব পরিচিতি গড়তে চায়। এটাই আসল ব্যাপারে, আমিও সেটা বুঝি। তাই ওকে ওর মতো হতে দিতে চাই।
আলোচনায় নিজের বাবার প্রসঙ্গ টেনে অক্ষয় জানিয়েছেন, তিনি চান, বাবা তাঁকে যে শিক্ষা, মূল্যবোধ দিয়েছেন, তাঁর ছেলের মধ্যেও সেগুলি থাকুক। অক্ষয় বলেছেন, আমার জীবনে একমাত্র উনিই (বাবা) প্রভাব ফেলেছেন, আমি ওঁর যাবতীয় বিষয়, শিক্ষা, নির্দেশ মেনে চলেছি। আশা করি, ছেলে সেগুলি শিখবে।

প্রসঙ্গত, অক্ষয় ও তাঁর অভিনেত্রী-লেখক স্ত্রী ট্যুইঙ্কল খন্নার ছেলে আরভের জন্ম ২০০২ এ। সাত বছরের মেয়েও আছে তাঁদের। নাম নিতারা।
অক্ষয়ের এই এপিসোডের শ্য়ুটিং হয়েছে কর্নাটকের বন্দিপুর টাইগার রিজার্ভে। অক্ষয়ের এপিসোডকে কেন্দ্র করে তীব্র কৌতূহল, জল্পনা রয়েছে তাতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি।