নয়াদিল্লি: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরে এক বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে ঠেলে সরিয়ে দিচ্ছেন দক্ষিণী তারকা (South Star) নাগার্জুনের (Nagarjuna) দেহরক্ষী। তীব্র সমালোচনার মুখে ক্ষমা চেয়ে বিবৃতি দিলেন অভিনেতা। ঠিক কী ঘটেছিল? কী প্রতিক্রিয়া তারকার? (Viral Video)


'দুর্ব্যবহার' নাগার্জুনের দেহরক্ষীর, ক্ষমা চাইলেন অভিনেতা


সোমবার নিজের 'এক্স' (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে ক্ষমা চান দক্ষিণের তারকা নাগার্জুন। একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে এক বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে ঠেলে সরিয়ে দিচ্ছেন তাঁর এক দেহরক্ষী। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন অভিনেতা, সেই সময় এমন ঘটনা ঘটে। ভিডিওয় তাঁর সঙ্গে অভিনেতা ধনুশকেও দেখা যায়। যখন তাঁরা হেঁটে যাচ্ছেন, এক ক্যাফে কর্মী নাগার্জুনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তার আগেই, নাগার্জুনের এক দেহরক্ষী ধাক্কা দিয়ে সরিয়ে দেন তাঁকে। যার ফলে প্রায় পড়েই যাচ্ছিলেন ওই ব্যক্তি। নেটিজেনদের ক্ষোভের আরও কারণ, অভিনেতার পাশেই এই ঘটনা ঘটা সত্ত্বেও নাগার্জুন সোজা হেঁটে চলে যান, যদিও ধনুশকে একাধিকবার পিছন ফিরে তাকাতে দেখা যায়। যদিও তিনিও সাহায্যের হাত এগিয়ে দেননি বা কোনও বক্তব্য রাখেননি। 


সেই ভাইরাল ভিডিও শেয়ার করে নাগার্জুন আক্কিনেনি লেখেন, 'এই ঘটনা সবেমাত্র আমার নজরে এল... এটা হওয়া উচিত হয়নি। ওই ব্যক্তির কাছে আমি ক্ষমাপ্রার্থী, এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে যাতে এমন ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।'


 






পাপারাৎজিদের শেয়ার করা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় তোলে। এক নেটিজেন লেখেন, 'এটা যে কতটা ভুল ঘটনা, এত অ্যাটিটিউড কী কারণে?' অপর একজন লেখেন, 'অত্যন্ত অসংবেদনশীল... এভাবে গুরুজনেদের সঙ্গে ব্যবহার করেন?' অপর একজন লেখেন, 'টলিউডের সবচেয়ে অহঙ্কারি অভিনেতা।'


আরও পড়ুন: Jacky Bhagnani: ২৫০ কোটির দেনায় ডুবে সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত জ্যাকি ভাগনানির! 'পূজা এন্টারটেনমেন্ট'-এর ভবিষ্যৎ কী?


কাজের ক্ষেত্রে নাগার্জুনকে শেষ দেখা গেছে তেলুগু ছবি 'বাঙ্গারাজু'তে, যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। কল্যাণ কৃষ্ণা কুরাসালা পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন রাম্য কৃষ্ণণ ও কৃতি শেট্টিও। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।