পটনা: বলিউডের উজ্জ্বল তারকা হয়েও ভোলেননি শিকড়। পরিবার পরিজন থেকে প্রতিবেশী, সকলের কাছের মানুষ ছিলেন সুশান্ত। তাই মৃত্যুর পরও পটনার বাড়ি জুড়ে থাকবেন সুশান্ত...তাঁর স্মৃতি। ছেলেবেলা কেটেছিল যে বাড়িতে, সেখানেই আগামী দিনগুলিতে থাকবে সুশান্তের টুকরো টুকরো স্মৃতি, সিদ্ধান্ত পরিবারের।
বরাবরই উঠতি প্রতিভাদের পাশে দাঁড়িয়েছেন সুশান্ত। নিজেও ইন্ডাস্ট্রিতে ছিলেন বহিরাগত। তাই লড়াই করার মর্ম বুঝতেন তিনি। অভিনেতার পরিবার চায় তাঁর স্মৃতিতে একটি ফাউন্ডেশন তৈরি করতে, যারা উঠতি প্রতিভাদের সাহায্য করবে।