মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে ১১ ঘণ্টা ধরে জেরা করেছে মুম্বই পুলিশ। এবার রিয়ার ভাই শৌভিককে জেরা করার কথা ভাবছে তারা। সম্ভবত শিগগিরই তাঁকে এ ব্যাপারে ডাকা হবে।

২ সপ্তাহ আগে আত্মহত্যা করেছেন সুশান্ত। তাঁকে হারানোর শোকে এখনও মুহ্যমান অনুরাগীরা। তাঁর মৃত্যুর কারণ জানতে পুরোদমে তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ। ২৭ জনকে এ নিয়ে জেরা করেছে তারা, এঁদের মধ্যে রয়েছেন যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা। শোনা যাচ্ছে, যশরাজের মালিক আদিত্য চোপড়াকেও জেরা করা হতে পারে।

রিয়া ছিলেন সুশান্তের শেষ বান্ধবী। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সুশান্ত রিয়ার সঙ্গে যৌথভাবে গত বছর ভিভিডরেজ রিয়ালিটিক্স নামে একটি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ফার্ম খুলেছিলেন। তাতে শৌভিকও ছিলেন বিজনেস পার্টনার। ব্যবসায় যাবতীয় অর্থ ঢেলেছিলেন সুশান্ত একাই কিন্তু কথা হল, এ ব্যাপারে রিয়া তাঁর বিবৃতিতে কিছু উল্লেখ করেননি। জানা গিয়েছে, রিয়াই সুশান্তকে বোঝান, তাঁর নামে তৈরি হওয়া ওই সংস্থায় শৌভিককেও অংশীদার হিসেবে রাখতে।

মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক ত্রিমুখে সুশান্ত মৃত্যু রহস্যের তদন্তের ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন, তাতে বলেছেন, বিস্তারিত ময়না তদন্ত রিপোর্ট তাঁদের হাতে এসেছে, তাতে পরিষ্কার বলা হয়েছে, গলায় ফাঁস লেগে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। কেন তিনি এই পথ বেছে নিলেন তার সব কারণ খোঁজা চলছে, ত্রিমুখে বলেছেন।

বান্দ্রার বাড়িতে ১৪ তারিখ সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হলেও কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।