শেষ ৭ বছরের বিবাহিত জীবন, স্বামী সুবোধকে ডিভোর্স দিচ্ছেন নন্দিতা দাশ
ABP Ananda, Web Desk | 02 Jan 2017 01:24 PM (IST)
মুম্বই: ২০১৬-য় একের পর এক বিচ্ছেদের খবর সামনে এসেছে। নতুন বছর আসতে না আসতেই শুরু হয়ে গেল বিচ্ছেদ। অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাশ ও স্বামী সুবোধ মাসকারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই দম্পতির একটি ছেলে রয়েছে, ভিহান, বয়স ৬ বছর। জানা গেছে, ৭ বছরের বিবাহিত জীবনে ইতি টানতে চলেছেন তাঁরা। নন্দিতা ডিভোর্সের খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই হচ্ছে বিচ্ছেদ। তবে সন্তান সব সময়েই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই তাঁর অনুরোধ, তাঁদের ছেলের কথা ভেবে তাঁদের গোপনীয়তাকে সম্মান করা হোক। একইসঙ্গে নন্দিতা জানিয়েছেন, বিচ্ছেদ সব সময়েই কঠিন, বিশেষত সন্তান থাকলে। ছেলের ভালর কথা সব সময় তাঁদের কাছে সবথেকে গুরুত্ব পাবে। ‘ফায়ার’, ‘আর্থ’, ‘বায়ান্দর’-এর মত বহু অর্থপূর্ণ ছবিতে কাজ করেছেন নন্দিতা। তাঁর পরিচালিক প্রথম ছবি ‘ফিরাক’ বহু পুরস্কার জিতেছে।