কলকাতা: গানে গানে শ্রদ্ধাঞ্জলি সদ্য প্রয়াত প্রবাদপ্রতিম কার্টুনিস্ট নারায়ণ দেবনাথকে (Cartoonist Narayan Denbath)। জনপ্রিয় গায়ক দুনির্বার সাহার (Durnibar Saha) কণ্ঠে মুক্তি পেল নারায়ণ দেবনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি সঙ্গীত 'কমিকস কাণ্ড'।


সত্তরের দশকের মাঝামাঝি সময়ে বাংলার কচি কাঁচাদের জন্য 'দেব সাহিত্য কুটির'-এর উপহার হিসেবে আত্মপ্রকাশ করে 'হাঁদা ভোঁদা'। এক অতি চালাক ও অপর এক আদ্যন্ত 'ইন্ট্রোভার্ট' গোলগাল চেহারার দুই বালক ও তাদের হস্টেল জীবনের ছোট ছোট মজার গল্প 'কমিক্স' রূপে বাংলার শিশুদের মন এক লহমাতেই জয় করে নেয়। আর এই দুই কাল্পনিক চরিত্র যাঁর কলমের আঁচড়ে ও গল্পের বিন্যাসে বাস্তব রূপ পেয়েছিল তিনি স্বর্গীয় নারায়ণ দেবনাথ। প্রফুল্লচন্দ্র লাহিড়ি  ও কাফি খাঁ'র পর সর্বাধিক জনপ্রিয় ও দীর্ঘকালীন সাফল্যের কমিক্স শিল্পী হিসেবে যিনি সমাদৃত হয়েছেন সুদীর্ঘ পঞ্চাশ বছর ধরে। তাঁর হাত দিয়েই একে একে জন্ম হয়েছে 'বাঁটুল দি গ্রেট', 'নন্টে ফন্টে', 'বাহাদুর বেড়াল', 'ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু' প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের। আর যা ক্রমেই বাংলার সংস্কৃতির ধারক হয়ে উঠেছে। 


এমনকী বর্তমান সময়ে বিদেশি ডিসি কমিকস বা মার্ভেলের দাপটে যখন একের পর এক চ্যানেল আর মাল্টিপ্লেক্স 'স্ট্যান লি'র সৃষ্টি অনুসরণ করে চলেছে সেখানে বইয়ের পাতা থেকে অ্যানিমেশন ভিডিও হয়ে এখনও ছোট্ট থেকে বড় সকলের কাছে সমানভাবে সমাদৃত বাঁটুল, নন্টে, ফন্টে বা হাঁদা, ভোঁদা। এহেন রূপকারের প্রয়াণ বাঙালির মননে যে বড় আঘাত তৈরি করে সে কথা বলাই বাহুল্য। গত ১৮ জানুয়ারি সকলকে ছেড়ে চলে গিয়েছেন ৯৭ বছরের নারায়ণ দেবনাথ। তাঁর প্রয়াণে সর্বত্রই 'শ্রদ্ধাঞ্জলি'র বাহুল্য নজরে পড়েছে। এই বাহুল্য ভালবাসা, এই বাহুল্য ছেলেবেলার নস্টালজিয়াকে আঁকড়ে বেঁধে রাখা, আর এই ধারাতে নতুন সংযোজন অ্যাঞ্জেল পরিবারের সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি 'কমিকস কাণ্ড'। 


আরও পড়ুন: Upcoming Bengali Movie: এবার পরিচালনার দায়িত্বে অভিনেত্রী রূপসা গুহ, আসছে 'হাউ আর ইউ ফিরোজ'


প্রখ্যাত গীতিকার ও সুরকার উৎপল দাসের কথা ও সুরে নারায়ণ দেবনাথের সৃষ্টিকে কুর্নিশ জানিয়ে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় গায়ক দুনির্বার সাহা। জনপ্রিয় রিয়েলিটি শো 'সা-রে-গা-মা-পা'র হাত ধরে দুনির্বার এই মুহূর্তে বাঙালির মুঠোফোন থেকে সাউন্ড সিস্টেম সব জায়গাতেই উপলব্ধ। তাই তাঁর কণ্ঠে এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি শুনতে সকলেই উৎসুক ছিলেন। গীতিকার উৎপল দাস দীর্ঘদিন ধরেই বাংলা আধুনিক ও চলচ্চিত্রের সঙ্গীতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই এই 'সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি' যে অচিরেই নারায়ণ দেবনাথের সৃষ্টির কথা মানুষকে আরও বেশি করে জানাবে তা সহজেই অনুমেয়। 


'অ্যাঞ্জেল কিডজ' দীর্ঘদিন ধরেই অ্যানিমেশন ছবি হিসেবে মানুষের কাছে 'বাঁটুল দি গ্রেট', 'হাঁদা ভোঁদা' পৌঁছেছে। বাংলা ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এর 'কিডজ' বিভাগেও দেখা যাচ্ছে এই জনপ্রিয় কার্টুন-কমিকস দুটি । অ্যাঞ্জেল পরিবারের এই বিশেষ শ্রদ্ধার্ঘ্যকে আরও বিশেষ করে তুলতেই অতি যত্নের সঙ্গে কাজ করেছেন দুনির্বার ও উৎপল বাবু।  গানটি শোনা যাবে ক্লিক ওটিটি ও ইউটিউব চ্যানেলে।