মুম্বই: তাঁর সুরেলা কণ্ঠে দেশবাসী মজেছেন বারবার। প্রত্যেক গানে যেন তিনি প্রাণ ঢেলে দেন নিজের। আর তাই তো বিনোদন দুনিয়ায় দেশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কারে (69th National Film Awards) ঝুলি ভরে ওঠে তাঁর, বারবার, পাঁচ বার। আজ্ঞে হ্যাঁ। ঠিকই ধরেছেন। কথা হচ্ছে শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal)।
পঞ্চমবার সেরা গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন শ্রেয়া ঘোষাল
শ্রেয়া ঘোষালের অনুরাগীদের জন্য এই খবর নিঃসন্দেহে আনন্দের ও একইসঙ্গে গর্বের। 'পিউ বলে' গায়িকা এই বৃহস্পতিবার পেলেন তাঁর পঞ্চম জাতীয় পুরস্কার।
বৃহস্পতিবার, '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এর জুরি সদস্যরা ঘোষণা করেন তামিল ছবি 'ইরাভিন নিজহাল'-এর 'মায়াভা চায়াভা' গানের জন্য সেরা গায়িকা হিসেবে নির্বাচিত শ্রেয়া ঘোষাল। নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষিত হয় বিজয়ীদের নাম। তবে এদিন শুধু নাম ঘোষণা করা হয়েছে। এ বছরের শেষ দিকে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শ্রেয়া ঘোষাল প্রথম জাতীয় পুরস্কার পেয়েছিলেন ২০০৩ সালে 'দেবদাস' ছবির 'বৈরি পিয়া' গানের জন্য। এরপর তিনি 'পহেলি' ছবির 'ধীরে জ্বলনা' গানের জন্য ও 'জব উই মেট' ছবির 'ইয়ে ইশক হায়ে' গানের জন্য জাতীয় পুরস্কার পান। এরপর ২০১০ সালেও তিনি জাতীয় পুরস্কার পান, তবে একটি নয় দুটি গানের জন্য। মরাঠি ছবি 'জোগভা'র গান 'জিভ ডাংলা'র জন্য ও বাংলা ছবি 'অন্তহীন'-এর 'ফেরারি মন' গানের জন্য জাতীয় পুরস্কার পান তিনি।
বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা। এবার সেরা ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে 'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট'। সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত অল্লু অর্জুন তাঁর 'পুষ্পা: দ্য রাইজ' ছবির জন্য। সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছেন আলিয়া ভট্ট ও কৃতী শ্যানন। সেরা সহ অভিনেতা হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী 'মিমি' ছবির জন্য। সেরা সহ অভিনেত্রী হয়েছেন পল্লবী যোশী 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির জন্য। সেরা গায়কের তকমা পেয়েছেন কালা ভৈরব 'আর আর আর' ছবির 'কোমুরাম ভীমুরো' গানের জন্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial