কলকাতা: ভারতীয় চলচ্চিত্রের সেরা সম্মান জাতীয় পুরস্কার (National Film Awards 2023)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই ঘোষণা হয়েছিল বিজয়ীদের নাম। তাতে হিন্দি ভাষার সেরা ছবির পুরস্কার পেল সুজিত সরকারের 'সর্দার উধম' (Sardar Udham)। 


সম্প্রতি পরিচালক জানালেন, 'আমি এই জাতীয় পুরস্কার আমার প্রয়াত বন্ধু ও অভিনেতা ইরফান খানকে উৎসর্গ করছি। এর কারণ তাঁর এই ছবিতে মুক্তিযোদ্ধার ভূমিকায় অভিনয় করার কথা ছিল।'পুরো 'সর্দার উধম'টিম, প্রযোজক রনি লাহিড়ি, ভিকি কৌশল, আমরা সবাই মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। '


তিনি আরও জানান, “আমি প্রতিদিন ইরফানকে মিস করি। তাঁকে কতটা মিস করছি বলে বোঝাতে পারব না। আমি শীঘ্রই তাঁর পরিবারের সঙ্গে কথা বলব।"  


আরও পড়ুন...


হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়


সুজিত সরকার আরও বলেন, 'ইরফান খানকে নিয়ে আমি এই ছবির সমস্তটা পরিকল্পনা করেছিলাম। কিন্তু আমাদের সকলের দুর্ভাগ্য় যে তিনি এটি অংশ হতে পারেন নি। কিন্তু আমি খুব খুশি যে ছবিটি সেরার স্বীকৃতি পেয়েছে। আর আমি এই পুরস্কার ইরফানকে উৎসর্গ করতে পারছি।'


উল্লেখ্য়, স্বাধীনতা সংগ্রামী উধম সিংহকে অবলম্বন করে বোনা হয়েছে ছবির মূল চরিত্র। ইতিহাসে ততটাও মনে রাখেনি তাঁকে, আমজনতার কাছেও প্রায় বিস্মৃত। 'সর্দার উধম' যত না বেশি বীরগাথা, তার চেয়ে ঢের বেশি ব্যক্তিগত লড়াই। ছবিতে ভিকির অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। পরিচালক সুজিত এবং অভিনেতা ভিকি ফিল্মফেয়ার পুরস্কারও পান।


তবে স্বাধীনতা সংগ্রামকে প্রেক্ষাপট করে ছবিতে শুধুমাত্র বিপ্লবী নায়কের গল্প বোনা হয়নি। বরং ১৯১৯ থেকে ১৯৪০ পর্যন্ত সময়কালকে প্রেক্ষাপট করে ফুটিয়ে তুলেছেন মানবজমিনের কথা। ছোট ছোট ঘটনায় এক একটা আলাদা গল্প যেন তৈরি হয়েছিল সর্দার উধমের কাহিনিতে। 


প্রসঙ্গত, শুভেন্দু ভট্টাচার্য এবং রীতেশ শাহর লেখা চিত্রনাট্য, সংলাপ এই ছবির অন্যতম সম্পদ। চন্দ্রশেখর প্রজাপতির এডিটিংও চমৎকার। অভীক মুখোপাধ্যায়ের অনবদ্য সিনেম্যাটোগ্রাফির সঙ্গে শান্তনু মৈত্রের আবহসঙ্গীত ছবির প্রতিটি মুহূর্তকে যেন জীবনের স্পন্দন জুগিয়েছিল। 


ওটিটি প্ল্য়াটফর্ম আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পেয়েছিল এই ছবি। মুক্তির পর থেকেই দর্শকের মনে জায়গা করে নেয় 'সর্দার উধম'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial