নয়াদিল্লি: '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এ (69th National Film Awards) ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতার তকমা পেলেন অল্লু অর্জুন (Allu Arjun), সৌজন্যে তাঁর বিখ্যাত ছবি 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। যখন দেশবাসী অপেক্ষায় ছবির দ্বিতীয় ভাগ মুক্তির, সেই আবহে এই ঘোষণা অত্যন্ত আনন্দের বটে। সেরা অভিনেতার নাম ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টিম 'পুষ্পা'র উচ্ছ্বাসের ভিডিও। 


সেরা অভিনেতা 'পুষ্পারাজ', উচ্ছ্বসিত গোটা টিম


বাড়িতেই সকলে মিলে 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এর তালিকা ঘোষণা শুনছিলেন। সেরা অভিনেতা হিসেবে অল্লু অর্জুনের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে। ভিডিওয় হাততালির শব্দে কান পাতা দায়। ঘরে উপস্থিত সকলেই উচ্ছ্বসিত। ভিডিওর কেন্দ্রে যদিও পরিচালক সুকুমার ও অভিনেতা অল্লু অর্জুনের আলিঙ্গন। সাফল্যের আনন্দ যে এভাবেই ভাগ করে নিতে হয়। অদূরে দাঁড়িয়ে স্বামীর সাফল্যে প্রশান্তির চওড়া হাসি স্ত্রী অল্লু স্নেহা রেড্ডির মুখে। আবেগঘন বাকিরাও। 


 






'পুষ্পা: দ্য রাইজ' একটি তেলুগু ভাষায় তৈরি অ্যাকশন ড্রামা ঘরানার ছবি। সুকুমারের পরিচালনায় এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অল্লু অর্জুন। তাঁর বিপরীতে ছিলেন রশ্মিকা মান্দান্না। এই ছবির গান থেকে অ্যাকশন দৃশ্য থেকে সংলাপ, রীতিমতো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে দেশ থেকে বিদেশেও। প্যান ইন্ডিয়া এই ছবির অন্য ভাষায় ডাব হওয়া সংস্করণও সাফল্য লাভ করে ভালই। সেই ছবির শেষ দৃশ্যেই সিক্যুয়েল 'পুষ্পা: দ্য রুল'-এর ঘোষণা করা হয়। ছবির শ্যুটিং প্রায় শেষ পর্যায় এবং দেশবাসী মুখিয়ে রয়েছেন এই ছবির মুক্তির জন্য।


আরও পড়ুন: National Film Awards 2023: সাম্প্রদায়িকতায় ইন্ধন জোগানোর অভিযোগ, নিষিদ্ধ হয় বিদেশেও, ‘জাতীয় অখণ্ডতা' রক্ষার পুরস্কার ‘দ্য কাশ্মীর ফাইলস’কে


অন্যদিকে জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত হলেন আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং কৃতী শ্যানন (Kriti Sanon)। সেরা অভিনেত্রীর সম্মান পেলেন দুই অভিনেত্রীই। 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র (Gangubai Kathiawadi) জন্য সম্মানিত হলেন আলিয়া। কৃতী সম্মানিত হলেন 'মিমি' ছবির জন্য (Mimi)। আলিয়া এবং কৃতী, দু'জনেই বাণিজ্যিক ঘরানার ছবির মুখ হিসেবে পরিচিত। কিন্তু শুধু লাস্যময়ী নায়িকা হিসেবে নিজেদের বেঁধে রাখেননি তাঁরা। বারবার অভিনয় ক্ষমতার প্রমাণ দিয়েছেন। তারই স্বীকৃতি পেলেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial