দলের চাপে অবশেষে কপিল শর্মার শো ছাড়তে চলেছেন নভজোৎ সিংহ সিধু?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Mar 2017 03:18 PM (IST)
মুম্বই: ছোটপর্দার জনপ্রিয় কমেডি শো কপিল শর্মার শোয়ের খারাপ সময়ের বোধহয় শেষ নেই। প্রথমে সামনে এসে পড়ল কপিল শর্মা-সুনীল গ্রোভারের মধ্যে অন্তর্কলহ। তারপর সুনীল শো ছেড়ে চলে যান। এরপরই শোয়ের অপর দুই সদস্য চন্দন প্রভাকর, আলি আজগরও শো বয়কট করেন। এবার বোধহয় ওই শো ছাড়তে চলেছেন নভজোৎ সিংহ সিধু। সূত্রের খবর, তবে তিনি এই সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছেন তাঁর দলের চাপে। তবে সাংসদ সিধু এই শো ছাড়তে মোটেই রাজি ছিলেন না। তাঁর দাবি ছিল, কিরণ খের যদি সংসদে এসে তাঁর টেলিভিশন শো চালিয়ে যেতে পারেন, তাহলে তিনি কেন পারবেন না? এমনকি কপিলও চাননি সিধু এই শো ছেড়ে চলে যান। কিন্তু পরিস্থিতির চাপে হয়তো তাঁকে এই শো ছাড়তেই হবে। তবে যেহেতু তাঁর কাঁধে এখন আরও অনেক বড় দায়িত্ব, তাই তাঁকে শো থেকে সরে দাঁড়াতে হবে। প্রসঙ্গত, সম্প্রতি কপিল শর্মা-সুনীল গ্রোভারের মধ্যে কলহ টেলিভিশন ইন্ডাস্ট্রির বড় আলোচনার বিষয় হয়ে গেছে। এমনকি এই ঘটনায় দুজনেই টুইট করে তাঁদের মধ্যের এই কলহের কথা স্বীকার করেছেন। এরপর প্রকাশ্যে সুনীল গ্রোভারের কাছে ক্ষমা চেয়েছেন কপিল। তবে তাতেও সমস্যার কোনও সমাধান হয়নি। জানা গিয়েছে, অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্যেও কপিলকে একহাত নিয়েছেন সুনীল।