নয়াদিল্লি: পৃথিবী অসংখ্য প্রজাতির প্রাণী রয়েছে। এমন অনেক প্রজাতি রয়েছে, সেগুলি এখনও অজানা। অনেক সময় নতুন ধরনের প্রাণী দেখে সাধারণ মানুষের তাক লেগে যায়। সম্প্রতি বিশেষ ধরনের একটি কীটের ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলেন স্পেনের এক মহিলা। সেই ভিডিওটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভিডিওটি পোস্ট করেছিলেন লুজান ইরোলেস। ভিডিওটি পোস্ট করে প্রাণীটি কোন ধরনের তা জানতে চেয়েছিলেন ওই মহিলা। কিন্তু স্পষ্ট কিছু উত্তর কোনওখান থেকে পাননি তিনি।

ওই প্রাণীটির রয়েছে তিনটি চোখ ও দুটি মাথা। চামড়া সাপের মতো। কিন্তু সাপের তুলনায় তার দৈর্ঘ্য নিতান্তই সামান্য।



ভাইরাল ওই পোস্টটিতে ১,৭৯,৯৮৭ টি লাইক পড়েছে।