নয়াদিল্লি: করোনা আবহে ভাটা পড়েছে উৎসবের আনন্দে। তবে ধীরে ধীরে অনেক বদলেছে পরিস্থিতি, ভাল হয়েছে অবস্থা। যদিও এখনও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। পরিস্থিতি যাতে ফের হাতের বাইরে না বেরিয়ে যায় তাই নবরাত্রি উদযাপনেও বিভিন্ন জায়গায় বিধিনিষেধ লাগু হয়েছে। নবরাত্রির মূল আকর্ষণ গরবা, ডান্ডিয়াতেও রয়েছে নিষেধাজ্ঞা। 


তবে বাড়ির আমেজে মজা করতে তো বাধা নেই। বরং এই কয়েকটা গরবা স্পেশাল গানের তালিকা দেখে নিন, যাতে বাড়িতে পরিবারের সঙ্গে এই গানে হুল্লোড় করতে পারেন।


'ঢোলি তারো ঢোল বাজে'


সলমন খান ও ঐশ্বর্যা রাই অভিনীত বিখ্যাত ছবি 'হম দিল দে চুকে সনম'-এর জনপ্রিয় গান। পরিচালক সঞ্জয় লীল বনশালির অন্যতম বিখ্যাত সৃষ্টি। প্রায় ২০ বছর আগে তৈরি সিনেমার গান হলেও এখনও শুনলেই যে কেউ তালে তালে নাচতে ইচ্ছে করবে। গানটি গেয়েছিলেন বিনোদ রাঠৌর ও কবিতা কৃষ্ণমূর্তি।



'কেসরিও রং'


নবরাত্রি উদযাপনে জনপ্রিয় গায়িকা ফাল্গুনি পাঠকের গান থাকবে না, তা কখনওই সম্ভব নয়। বছরের পর বছর একাধিক গরবা গান গেয়ে তিনি আমাদের মনোরঞ্জন করেছেন। 'কেসরিও রং' সেগুলির মধ্যে অন্যতম।



'উড়ি উড়ি যায়'


বলিউডের কিং খানের অন্যতম জনপ্রিয় সিনেমা 'রইস'-এর গান 'উড়ি উড়ি যায়'। এই ছবিতেই প্রথম তাঁকে গরবা করতে দেখা যায়। মাহিরা খানের সঙ্গে এই ছবিতে শাহরুখের রসায়ন বেশ নজর কেড়েছিল সাধারণ মানুষের।



'চোগাড়া তারা'


সলমন খানের ভগ্নিপতি আয়ুষ শর্মার প্রথম ছবি 'লভযাত্রি' বক্স অফিসে বিশেষ সাফল্য অর্জন করতে পারেনি তবে এই ছবির গানগুলি বেশ হিট করেছিল। গোটা ছবিতে একাধিক গরবা গান রয়েছে। তার মধ্যে 'চোগাড়া তারা' অন্যতম জনপ্রিয়।



'নাগাড়া সঙ্গ ঢোল'


রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'রামলীলা' ছবির বিখ্যাত গরবা গান 'নাগাড়া সঙ্গ ঢোল'। সেউ গানে প্রাণ ঢেলে গরবা নাচতে দেখা গিয়েছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও ওসমান মীর। 



'গরবে কি রাত'


অনুরাগীদের জন্য নতুন গান নিয়ে আসতে চলেছেন গায়ক রাহুল বৈদ্য ও অভিনেত্রী নিয়া শর্মা। গানের নাম 'গরবে কি রাত'।


 





আরও পড়ুন: Navratri 2021: শুরু হল 'নবরাত্রি', অনুরাগীদের শুভেচ্ছাবার্তা বি-টাউন তারকাদের