মুম্বই: নওয়াজউদ্দিন সিদ্দিকির কথা বললে, একেবারে বলিউডি হিরো যেমন হয়, তেমন ছবি মোটেই মাথায় আসে না। বরং একটু অন্য ধরনের ছবিতে অভিনয় করতে দেখা যায় নওয়াজকে। 'পিপলি লাইভ'-এ খুব ছোট্ট ভূমিকাতেই নওয়াজ তাঁর অভিনয়ের জাত চিনিয়ে ছিলেন। এরপর 'গ্যাংস অফ ওয়াসিপুর', 'তালাশ', 'দ্য লাঞ্চবক্স', 'মাঝি:দ্য মাউন্টেন ম্যান', 'বদলাপুর', 'রইস', 'হারামখোর' এবং সামনেই মুক্তি পাচ্ছে 'বাবুমশাই বন্দুকবাজ'। প্রতিটি ছবিই মূলধারার বানিজ্যিক ছবির থেকে একটু হলেও আলাদা। নিজের কিটিতে এমন কিছু পাওয়ার পারফর্মেন্সে ভরপুর ছবি থাকায় নওয়াজ মনে করেন, অভিনয়ের বিচারে তিনি বলিউডের এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা।
এপ্রসঙ্গে শনিবার এক বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাত্কারে গিয়ে নওয়াজ বলেন, তিনি এই পারিশ্রমিক তাঁর ছবির পরিচালক-প্রযোজকদের থেকে চাননি। তাঁরা নিজেরাই টাকাটা দিতে শুরু করেছেন। এমনকি অভিনেতা এটা ভেবেও অবাক হন, যেখানে ভারতে বিভিন্ন বিষয়ের ওপর এত ভাল কাজ হচ্ছে, সেখানে কেন এখানে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিরা হলিউডে যাওয়ার জন্যে এত উত্সাহী?
নওয়াজের অবাক লাগে ভাবতে, বলিউডের লোকজন মনে করেন, হলিউডে গিয়ে কাজ করতে পারলেই তাঁরা সফল। এমনকি এখানকার লোকজন মনে করেন, সেখানাকার ছবি অনেক উচ্চমানের, কিন্তু বাস্তবটা মোটেই তা নয়, দাবি নওয়াজের। বরং তিনি মনে করেন ভারতের এখন গর্ব করা উচিত্, এখানে যে মানের কাজ হচ্ছে সেই নিয়ে।
নওয়াজউদ্দিনের বিশ্বাস বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক এখন তিনিই পান, কেন এমন ভাবনা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Aug 2017 02:08 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -