ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Oct 2017 11:49 AM (IST)
মুম্বই: বলিউডের অন্যতম কুশলী অভিনেতা নওয়াজউদ্দিন তাঁর আত্মজীবনী নিয়ে বিতর্কে জড়ালেন। তাঁর ওপর ক্ষুব্ধ মিস লাভলি সিনেমার সহ অভিনেত্রী প্রাক্তন বিউটি কুইন নিহারিকা সিংহ। নিহারিকা বলেছেন, আত্মজীবনীতে তাঁদের ব্যক্তিগত সম্পর্কের কথা লিখতে গিয়ে তাঁর মতামতটুকু গ্রহণ করার প্রয়োজন বোধ করেননি নওয়াজউদ্দিন। নিহারিকা বলেছেন, ওই বইতে তাঁকে যেভাবে তুলে ধরা হয়েছে তাকে মনে হচ্ছে যে, নিজের বইয়ের বিক্রি বাড়াতে এক মহিলাকে অপমান করতেও বিন্দুমাত্র বাধে না নওয়াজউদ্দিনের। এক বিবৃতিতে নিহারিকা বলেছেন, ২০০৯-এ নওয়াজের সঙ্গে খুব অল্পদিনের জন্য তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। 'মিস লাভলি'-র শ্যুটিংয়ের সময় ওই সম্পর্ক তৈরি হয় এবং তা মাত্র কয়েক মাস স্থায়ী হয়। সিল্কের পোশাক পরা মোহময়ী নারী হিসেবে নওয়াজকে বেডরুমে ডেকে নিয়ে যাওয়ার কথা যেভাবে বইতে লেখা হয়েছে এবং নওয়াজের হয়ে অন্য মহিলাকে তিনি মেল করেছেন বলে যে দাবি করা হয়েছে, সে সব কথা জেনে শুধু হাসি পায় বলে মন্তব্য করেছেন নিহারিকা। তাঁর দাবি, এগুলো শুধু বইয়ের বিক্রি বাড়ানোর কৌশল। এর থেকে প্রমাণ হয়, নওয়াজ এ জন্য কোনও মহিলাকে ব্যবহার ও অপমান করতে দুবার ভাবেন না। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত হয়েছে নওয়াজের ২৪০ পাতার আত্মজীবনী 'অ্যান অর্ডিনারি লাইফ'। এই বইতে নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে অনেক খোলামেলা কথা জানিয়েছেন নওয়াজ। এই প্রসঙ্গেই নিহারিকার সঙ্গে নিজের সম্পর্কের কথা জানিয়েছেন নওয়াজ।