বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, নদিয়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Oct 2017 08:57 AM (IST)
কলকাতা: এবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। সঙ্গে তাল ঠুকছে পশ্চিম অসম থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে বুধবার সকাল থেকে আকাশ মেঘলা। নদিয়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আগামী কাল থেকে আকাশ পরিষ্কার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।