মুম্বই: বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) এবং তাঁর স্ত্রীর মধ্যে সমস্যা বেড়েই চলেছে। বর্তমানে সেটি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা আগেই দায়ের হয়েছিল। কিছুদিন আগে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নওয়াজের মা। সেই সম্পর্কে নিজের বক্তব্যও পেশ করেন আলিয়া সিদ্দিকি (Aalia Siddiqui)। আর এবার আলিয়ার আইনজীবী বিস্ফোরক দাবি তুললেন। তাঁর অভিযোগ, তাঁর মক্কেলকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কী কী করেন নওয়াজ এবং তাঁর পরিবারের লোকেরা।
নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি আলিয়ার আইনজীবীর-
সম্প্রতি আলিয়া সিদ্দিকির আইনজীবী রিজওয়ান সিদ্দিকি একটি বিবৃতি প্রকাশ করেছেন। যেখানে তাঁর দাবি, তাঁর মক্কেলকে বাড়ি থেকে তাড়ানোর জন্য খাবার, বিছানা এমনকি স্নানের জন্য বাথরুমও দেওয়া হত না। বিবৃতিতে আলিয়ার আইনজীবী বলছেন, 'নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর পরিবার সমস্ত কিছু করে ফেলেছেন আমার মক্কেল আলিয়া সিদ্দিকিকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। তাঁর বিরুদ্ধে ভুয়ো অপরাধমূলক অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের মাধ্যমে আমার মক্কেলকে প্রতিদিন গ্রেফতারির হুমকি দেওয়া হয়েছে।'
আরও পড়ুন - Alia Bhatt on Pathaan: 'ব্রহ্মাস্ত্র'কে টেক্কা দিল 'পাঠান', মুখ খুললেন আলিয়া
তিনি আরও বলছেন, 'পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে আমার সরাসরি কোনও অভিযোগ নেই। কিন্তু এটাই সত্যি যে, অভিযোগ দায়ের করার পরও পুলিশ আমার মক্কেলকে তাঁর অধিকার পাইয়ে দেওয়ার জন্য এগিয়ে আসেনি। বা তাঁকে কোনওপ্রকার সাহায্য করতে এগিয়ে আসেনি। পুলিশের সামনেই আমার মক্কেলকে নিগ্রহ করা হলেও তাঁরা কোনও পদক্ষেপ নেননি। আমার মক্কেলের সঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকির সম্পর্কই এতে প্রশ্নের মুখে পড়েনি। তার সঙ্গে নাবালক সন্তানেরও অধিকার প্রশ্নের মুখে পড়েছে। আমার মক্কেল পুলিশের কাছে ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগেরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। গত সাত দিন ধরে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা আমার মক্কেলকে কোনওরকম খাবার দেননি, বিছানা দেননি এমনকি বাথরুমও ব্যবহার করতে দেননি। শুধু তাই নয়, তাঁরা আমার মক্কেলের চারপাশে পুরুষ দেহরক্ষী নিয়োগ করেছেন। তারপর যে ঘরে আমার মক্কেল তাঁর নাবালক সন্তানকে নিয়ে রয়েছেন, সেখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন। যাতে ওঁদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ না নেওয়া যায়, তার জন্য আমার মক্কেলকে বারবার হুমকি দেওয়া হয়েছে এবং নানাভাবে আটকানো হয়েছে। এবং কোনও পুলিশ অফিসার এক্ষেত্রে আমার মক্কেলকে অধিকার পাইয়ে দিতে বা বাঁচাতে এগিয়ে আসেননি।'
প্রসঙ্গত, নওয়াজউদ্দিন সিদ্দিকির মা তাঁর পুত্রবধূর বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিনেতার স্ত্রী আলিয়া দাবি করেছেন যে, তাঁকে তাঁর বাড়িতে নিগ্রহ ও হয়রান করা হয়েছে। বর্তমানে অভিনেতার আন্ধেরির বাড়িতে রয়েছেন আলিয়া।