৪৩ বছরের অভিনেতার গায়ের রঙ এবং তাঁকে দেখতে বলিউডের নায়ক হতে গেলে যা লাগে, সেই বাধা ধরা নিয়মের বাইরে। তাই অভিনেতার করা এই টুইট ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। মনে করা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আজও বর্ণবৈষম্য মারাত্মক মাত্রায় রয়েছে, আর তার শিকার তিনি নিজেই। তিনি লিখেছেন, ‘আমাকে আজ বুঝিয়ে দেওয়া হল তিনি ফর্সা, সুন্দরের সঙ্গে জুটি বাঁধতে পারেন না। কারণ, তাঁর গায়ের চামড়ার রঙ গাঢ় এবং তিনি দেখতেও তথাকথিত সুন্দর নন’। তবে নিজের লুককে, নিজের প্রতিভার চেয়ে বেশি গুরুত্ব তিনি কখনওই দেননি, আগামীদিনেও দেবেন না বলে মন্তব্য করেন।
তবে এমন কথা তিনি কেন বললেন, সেপ্রসঙ্গে আর বিস্তারিত কিছু নওয়াজ লেখেননি তাঁর টুইটারে। তবে গতবছরই এক সাক্ষাত্কারে নওয়াজ বলেছিলেন, এই ইন্ডাস্ট্রিতে চেহারার চেয়ে বেশি গুরুত্ব এখন প্রতিভাকে দেওয়া হয়। তিনি একথাও বলেন, এখানে কোনও ধরনের বর্ণবৈষম্যের অস্তিত্ব নেই। তবে সময় বোধহয় অন্য কিছুই প্রমাণ দিল নওয়াজকে।