মুম্বই: সিনে বিশ্ব তাঁকে জানে উন্মাদ প্রেমিক হিসেবে। তাঁর বাড়িয়ে দেওয়া হাত ধরতে প্রাণ বাজি রেখে চলন্ত ট্রেনের পাশে ছুটেছিলেন কাজল। কিন্তু সেই শাহরুখ খানই পরিষ্কার বলছেন, ট্রেনের পাশে ছোটা সিনেমার পর্দাতেই হয়, বাস্তবে অসম্ভব।

একই রকম অসম্ভব, কুছ কুছ হোতা হ্যায়ের মত কোনও মেয়েকে তাঁর বিয়ের দিন প্রপোজ করা।

শাহরুখ জানিয়েছেন, সিনে জনতা তাঁকে যেভাবেই দেখুক, আসলে ভালবাসার ক্ষেত্রে তিনি একেবারে যাচ্ছেতাই। উন্মাদ প্রেমিক নন, বরং কমিক। কেউ যদি তাঁকে জিজ্ঞেস করে, ‘ও এটা বলার পর তুমি কী বললে’, তাঁর জবাবে সকলে চমকে যাবেন। সবাই অবাক হয়ে প্রশ্ন করেন, ‘এটা তুমি কী বললে’! তাতে তাঁর জবাব, ‘এর বেশি আর কী বলব’!

তাঁর অভিনীত চরিত্ররা ভালবাসার জন্য এক মহাদেশ থেকে চলে যায় অন্য মহাদেশে। কিন্তু বাস্তবের শাহরুখ আবেগ গোপন রাখতে পছন্দ করেন। তাঁর কথায়, আবেগ থাকা সত্ত্বেও তিনি কিছুটা উদাসীন স্বভাবের। কীভাবে এই দুটো অনুভূতি একসঙ্গে কাজ করে জানেন না। সিনেমায় তিনি প্রেমিকাদের যা বলে মন জেতেন, তা বাস্তবে কখনও তাঁর পক্ষে বলা সম্ভব নয়। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত মুখচোরা, লাজুক, আবেগ প্রকাশে অনিচ্ছুক ও গোপনীয়তা রক্ষায় বিশ্বাসী মানুষ।

আর এই বৈপরীত্যই তাঁকে রোমান্টিক হিরো হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছে বলে তাঁর বিশ্বাস।

জব হ্যারি মেট সেজালে তাঁর বুকে ট্যাটু দেখা যাচ্ছে। শাহরুখ জানিয়েছেন, বাস্তবে তিনি কখনও ট্যাটু আঁকাবেন না। তাঁর কথায়, ‘ট্যাটুর ছুঁচ ফোটাতে আমি প্রচণ্ড ভয় পাই। আমি এক্কেবারে স্বাভাবিক মানুষ, বুঝলেন’!