মুম্বই: সম্প্রতি, নিজের জীবনে ওঠাপড়া দেখেছেন তিনি। ব্যক্তিগত জীবন ঝড় এসেছে, শিরোনামে এসেছে তাঁর ও তাঁর স্ত্রীর সম্পর্কের সমস্যা। তবে অবসাদ বা ডিপ্রেশন নিয়ে মুখ খুললেন অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। অবসাদ বা ডিপ্রেশনকে তিনি 'শহুরে মনোভাব' বলেছেন তিনি। মুজফ্ফরপুরের একটি ছোট শহরে বড় হয়েছেন নওয়াজ। তাঁর কথায়, 'আমি যদি আমার বাবাকে অবসাদের কথা বলতাম, বাবা বোধহয় আমায় চড় মারতেন।'

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন বলছেন, 'আমি এমন একটা জায়গা থেকে এসেছি, যেখানে আমি যদি আমার বাবার সঙ্গে অবসাদের কথা বলতাম, তাহলে আমার বাবা বোধহয় আমায় কষিয়ে একটা চড় মারতেন। ওখানে অবসাদ ছিল না। কারও অবসাদ হত না। সবাই খুশি থাকত, ভাল থাকত।' এখানেই থামেননি নওয়াজ, তিনি আরও বলেন, 'শহরে এসে বুঝেছি, মানুষের ছোট ছোট আবেগকেও বড় করে তুলে ধরে, গুরুত্ব দেয়। গ্রামে অবসাদের মতো বিষয়ের কোনও মূল্য নেই।'

সম্প্রতি শিরোনামে উঠে এসেছিল নওয়াজ ও আলিয়ার বৈবাহিক সম্পর্কের সমস্যা। সম্প্রতি একটা সাক্ষাৎকারে নওয়াজ পত্নী বলেন, 'আমি ভেবেছিলাম আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলব না। এমনকি এখনও আমি সমর্থন করি না, ব্যক্তিগত বিষয়কে প্রকাশ্যে আনা। কিন্তু আমি বুঝেছিলাম, ব্যক্তিগত সমস্যার কথা না বললে আমার নিজের দমবন্ধ লাগছে। আমি কতটা কষ্ট পাচ্ছি সেটা কেউ বুঝতে পারছেন না। আমার মনে হয়, যদি কোনও মানুুষকে কঠিন পরিস্থিতির সঙ্গে একা লড়াই করতে হয়, তার পাশে যদি কেউ না থাকে, তাহলে সে ইচ্ছা করলে নিজের সমস্যার কথা বাইরের মানুষকে বলতে পারে। এতে হয়তো তাঁর মনে হবে, তাঁর পাশে কেউ রয়েছে। আমার বৈবাহিক সমস্যার জন্য আমার কেরিয়ারে সমস্যা হচ্ছিল। মনে হচ্ছিল, সবাইকে না বললে যেন আমার কষ্ট বাড়বে। আর তাই প্রকাশ্যে সমস্যার কথা বলা।'

এখানেই থামেননি আলিয়া। বলেন, 'আমি এই সমস্যাটা সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসি কারণ আমি সবাইকে জানাতে চেয়েছিলাম আমি ঠিক কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। খুব গভীর একটা সমস্যা, মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম যার কথা আমি আর কাউকে বলতে পারছিলাম না। ১২ বছর ধরে আমি এই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার কেরিয়ার নষ্ট হচ্ছিল আর সেটা আমি হতে দিতে পারি না।'

আরও পড়ুন: Jamun Health Benefits: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?

আরও পড়ুন: Natural Sweetener: চিনির পরিবর্ত হিসেবে খাবারে যোগ করতে পারেন এইসব 'ন্যাচারাল সুইটনার'