মুম্বই: শ্রীদেবীর শেষ ছবি মম-এ গোয়েন্দা ডিকের চরিত্রে অভিনয় করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এবার বাস্তব জীবনেও তিনি গোয়েন্দাগিরি করেছেন বলে অভিযোগ। আর কেউ নয়, খোদ স্ত্রীর ওপরেই গোয়েন্দাগিরি করেছেন তিনি।


নওয়াজের উকিল তাঁর স্ত্রী অঞ্জলির ফোন কল রেকর্ড বার করেছেন। জানাজানি হয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে, কার কথায় এই পদক্ষেপ করেছেন তিনি। অভিযোগ স্বাভাবিকভাবেই নওয়াজের বিরুদ্ধে।

ফলে পুলিশেরও নজর পড়েছে নওয়াজের দিকে। ঘটনার তদন্তে আগেই তাঁকে ডেকে পাঠিয়েছিল তারা কিন্তু অসুস্থতার কথা বলে আসেননি তিনি। এবার তারা আবার শমন পাঠিয়েছে নওয়াজ ও তাঁর উকিলকে। যদিও অভিনেতার দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। এ নিয়ে টুইটও করেছেন তিনি।

[embed]https://twitter.com/Nawazuddin_S/status/972348093357281280[/embed]

জানা গিয়েছে, কিছুদিন আগে নওয়াজ ও তাঁর স্ত্রীর সম্পর্ক ভাল চলছিল না, দুজনে আলাদা থাকতেন। সে সময় বার করা হয় অঞ্জলির ওই ফোন কল রেকর্ড। কিন্তু এখন মিটমাট হয়ে গিয়েছে তাঁদের মধ্যে।

[embed]https://twitter.com/ANI/status/972115078316199936?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fnawazuddin-siddiqui-summoned-by-thane-police-post-call-detail-record-scam-2-806116[/embed]

মোবাইল সংস্থাগুলি তাদের গ্রাহকদের প্রতি সেকেন্ড, মিনিটের ডেটা সংগ্রহে রাখে। তাতে জানা যায় গ্রাহক কোথা থেকে কার সঙ্গে কতক্ষণ ধরে কথা বলছেন। এই একান্ত ব্যক্তিগত তথ্যের কেনাবেচা সম্পূর্ণভাবে বেআইনি।

নওয়াজের নামে পুলিশের কাছে অভিযোগ এই প্রথম নয়। এর আগে তাঁর ভাইয়ের বৌ অভিযোগ করেন, নওয়াজ সহ পরিবারের অন্যান্যরা পণের দাবিতে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছেন।