Nayanthara Instagram Story: দক্ষিণী অভিনেত্রী নয়নতারা (Nayanthara) এবং ধনুষের (Dhanush) আইনি লড়াই বিগত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছে। এবার প্রকাশ্যে এল নয়নতারার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। 'কর্মফল' নিয়েই ইনস্টাগ্রাম স্টোরি (Instagram Story) আপডেট করেছেন অভিনেত্রী। ইনস্টা স্টোরিতে নয়নতারা লিখেছেন, 'কর্মই কথা বলে। আপনি যখন মিথ্যের মাধ্যমে কারও জীবন ধ্বংস করেন, সেটা ঋণ হিসেবে রাখবেন, কারণ সুদ সমেত তা আপনার জীবনে ফিরে আসবে'। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কারও নাম উল্লেখ না করলেও নয়নতারার অনুরাগীদের অনেকেই বলছেন, এই পোস্ট সরাসরি ধনুষের উদ্দেশ্যেই করা হয়েছে। 


বিতর্কের সূত্রপাত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে কিছুদিন আগেই রিলিজ হওয়া একটি ডকুমেন্টারি, যার মূল বিষয় অভিনেত্রী নয়নতারা। সেখানেই একটি ছোট্ট ৩ সেকেন্ডের ক্লিপিংস দেখানো হয়েছে একটি দক্ষিণী ছবির। আর তা নিয়েই নয়নতারা এবং তাঁর স্বামী ভিগনেশ শিবানের বিরুদ্ধে মামলা করেছেন ধনুষ। মাদ্রাস হাই কোর্টে গত ২৭ নভেম্বর মামলা দায়ের করা হয়েছে। নয়নতারা এবং ভিগনেশকে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে যুক্ৎ-সহ নিজেদের বক্তব্য পেশ করতেও বলা হয়েছে। 


নেটফ্লিক্সের ওই ডকুমেন্টারিতে দক্ষিণী ছবির কিছু বিহাইন্ড দ্য সিন অর্থাৎ বিটিএস দৃশ্য দেখানো হয়েছে। ধনুষের অভিযোগ এ বিষয়ে তাঁকে জানানো হয়নি। তাঁর অনুমতি ছাড়াই ওইসব দৃশ্য ব্যবহার করা হয়েছে। আর সেই জন্য ১০ কোটি ক্ষতিপূরণের মামলা দায়ের করা হয়েছে। আইনি নোটিসে ধনুষ রীতিমতো হুমকি দিয়ে বলেছেন ডকুমেন্টারি থেকে অবিলম্বে ওই দৃশ্য সরাতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ওই দক্ষিণী ছবিতে নয়নতারার সঙ্গে অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি। আর ছবির প্রযোজক ছিলেন ধনুষ। 


নয়নতারার আইনজীবী অবশ্য সাফ জানিয়েছেন, নয়নতারা এবং ভিগনেশ কোনও কপিরাইট আইন ভঙ্গ করেননি। বরং ডকুমেন্টারিতে যে ফুটেজ ব্যবহার করা হয়েছে তা অভিনেত্রীর ব্যক্তিগত সংরক্ষণ থেকেই নেওয়া হয়েছে। এর সঙ্গে ধনুষের প্রযোজনা সংস্থার কোনও যোগাযোগ নেই। এছাড়াও নয়নতারা এর আগে ধনুষের উদ্দেশে খোলা চিঠি লিখে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন তাঁদের তরফে বারংবার ধনুষের কাছে 'নো অবজেকশন' সার্টিফিকেট চাওয়া হয়েছে। কিন্তু বহুবার চেষ্টা করেও অনুমতি না মেলায় নয়নতারা নিজের সংরক্ষণে রাখা 'বিটিএস মোমেন্ট' ব্যবহারের সিদ্ধান্ত নেন। ধনুষের তরফে আইনি নোটিস পেয়ে তিনি যে ভীষণ ভাবে চমকে গিয়েছেন সেকথাও ওই বিবৃতিতে জানিয়েছেন নয়নতারা। মেরেকেটে ৩ সেকন্ডের ক্লিপিংসের জন্য ১০ কোটির ক্ষতিপূরণ চাওয়ার কথা প্রকাশ্যে আসার পর চমকে গিয়েছেন আরও অনেকেই। শুধু নয়নতারা কিংবা ভিগনেশ নন, নেটফ্লিক্স ইন্ডিয়ার বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন ধনুষ। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ২৪ ঘণ্টা। তার মধ্যে ওই ডকুমেন্টারি থেকে ক্লিপিংস না সরালে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধনুষ।