মুম্বই: সকাল থেকে আরিয়ান খানের (Aryan Khan) মাদক কাণ্ড নিয়ে ফের নানা খবর প্রকাশিত হচ্ছে নানা জায়গায়। আজ সকালে বিভিন্ন সূত্রে জানা যায়, এনসিবি গঠিত সেই মামলার তদন্তে থাকা বিশেষ দল (Special Investigation Team) জানিয়েছে যে আরিয়ান খানের মাদক মামলায় জড়িয়ে থাকার কোনও প্রমাণ মেলেনি। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হওয়া এই খবর সত্য নয় বলে সম্প্রতি জানালেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মুখ্য আধিকারির সঞ্জয় সিংহ।
এদিন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মুখ্য আধিকারির সঞ্জয় সিংহ বলেন, 'আরিয়ান খানের মাদক মামলায় জড়িত না থাকার যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সত্যি নয়। এই ধরনের খবর অসত্য এবং গুজব মাত্র। এই খবর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সঙ্গে কথা না বলেই প্রকাশিত করা হয়েছে। তদন্ত এখনও শেষ হয়নি। এমন পরিস্থিতিতে এখনই এই খবর জানানোর সময় আসেনি।'
আরও পড়ুন - Shibani Dandekar Update: মা হতে চলেছেন? সত্যিটা এবার নিজেই জানালেন শিবানি ডান্ডেকর
এর আগে জানা যায়, তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন, কর্ডেলিয়া ক্রুজ অভিযানে বেশ কিছু গলদ ছিল যখন আরিয়ানকে আটক করা হয় এবং ৩ অক্টোবর গ্রেফতার করা হয়। আরিয়ানের সঙ্গে তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা এবং আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়। সিট আধিকারিকরা আরও বলেছেন যে যেহেতু আরিয়ান খান কখনওই মাদক কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না তাই তাঁর ফোন নেওয়ার এবং চ্যাট পরীক্ষা করার দরকার ছিল না। সিটের তদন্ত যদিও এখনও সম্পূর্ণ হয়নি। এনসিবি ডিরেক্টর জেনারেল এস এন প্রধানের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দিত আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে একটি আইনি মতামত নেওয়া হবে, কেবলমাত্র সেবনের জন্য আরিয়ানকে অভিযুক্ত করা যেতে পারে কি না জানতে, যদিও তাঁর কাছ থেকে মাদক মেলেনি। এমনটাই জানানো হয় সিট আধিকারিকদের পক্ষ থেকে। কিন্তু এই খবর যে ভুল, তা পরবর্তীতে জানিয়ে দিলেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মুখ্য আধিকারির সঞ্জয় সিংহ